মাটিরাঙ্গায় ৩শ কর্মহীন শ্রমিক ও দুঃস্থ পেলেন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

মাটিরাঙ্গায় ৩শ কর্মহীন শ্রমিক ও দুঃস্থ পেলেন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

আলমগীর হোসেন, মাটিরাঙ্গা খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণের কারণে সরকারঘোষিত চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক ও অসহায়-দুঃস্থদের মাঝে পবিত্র ঈদুল ফিতর ও মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে মাটিরাঙ্গা পৌর ভবনের সামনে মাটিরাঙ্গা পৌর এলাকার ৩০০ অসহায় ও দুঃস্থ পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে এসব নগদ অর্থ বিতরণ করা হয়। 

মাটিরাঙ্গা পৌর মেয়র শামসুল হকের সভাপতিত্বে করোনাভাইরাস মহামারিতে গরিব ৩০০ জন অসহায় কর্মহীনের মাঝে বরাদ্দকৃত মোট ১ লাখ ৫০ হাজার টাকার অনুকূলে ৫০০ টাকা করে বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র রকিবুল হাসান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান খোকন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন লিটন। 
 

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাটিরাঙ্গা পৌর মেয়র শামসুল হক বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অসহায় মানুষের সরকার। করোনা সংক্রমণে লকডাউনে মানুষ যখন দিশেহারা তখন কর্মহীন অসহায় নারী-পুরুষদের দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা। যেন অর্থ ও খাদ্যের অভাবে কোন মানুষ কষ্ট না পায় । তাই নিজে এবং পরিবারকে বাঁচানোর জন্য প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

বিআলো/ইলিয়াস