আফগান সীমান্তের কাছে উজবেকিস্তান-কাজাখস্তানের সামরিক মহড়া

আফগান সীমান্তের কাছে উজবেকিস্তান-কাজাখস্তানের সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক:আফগানিস্তানের উজবেক সীমান্তের কাছে সামরিক মহড়া চালিয়েছে উজবেকিস্তান ও কাজাখস্তান। কোনো রকম আগ্রাসনের জবাব দেয়ার অনুকরণ করে চালানো হয়েছে এ মহড়া। বুধবার (২৪ নভেম্বর) একথা জানিয়েছে উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।


তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুল দখল হওয়ার পর থেকে সীমান্ত সংলগ্ন এলাকায় কয়েক দফায় সামরিক মহড়া চালিয়েছে মধ্য এশিয়ার দেশগুলো। আবার একই সঙ্গে বেশিরভাগ দেশই নতুন আফগান সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের পথে এগিয়েছে।


এ সপ্তাহে উজবেক-কাজাখ সামরিক মহড়া চলেছে আফগানিস্তানের উজবেক সীমান্ত সংলগ্ন তেরমেজ এলাকায়। এতে অংশ নেয় ৩০০ সেনা, ৫০টি যান, জঙ্গি বিমান, হেলিকপ্টার, ড্রোন। সেই সঙ্গে ছিল কামানও। উজবেক মন্ত্রণালয় একথা জানিয়েছে।


উল্লেখ্য, উজবেকিস্তান ও কাজাখস্তান সাবেক সোভিয়েত অঞ্চলের সবচেয়ে বড় দেশ। রাশিয়া ও চীনের সঙ্গে দেশগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সূত্র: রয়টার্স

বিআলো/শিলি