এসপি বিপ্লব কুমার সরকারে অনন্য উদ্যোগ

এসপি বিপ্লব কুমার সরকারে অনন্য উদ্যোগ

***পুলিশ সদস্যদের মাঝে ফল বিতরণ

সুমন সরদার: সারাবিশ্ব এখন লড়ছে কোভিড-১৯ নামক এক কঠিন শত্রুর সঙ্গে। মহামারির এই দুঃসময়ে প্রথম সারির যোদ্ধা হিসেবে লড়াই করছে বাংলাদেশ পুলিশ। নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, কোয়ারেন্টাইন-লকডাউন বাস্তবায়ন, করোনা সচেতনতা, অসহায় মানুষের পাশে দাঁড়াতে গিয়ে পরিবার পরিজন ছেড়ে দিনরাত কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য। দায়িত্বের প্রয়োজনে মিলছে না ছুটি, বাড়ছে শারীরিক ও মানসিক চাপ।

এই লড়াইয়ে লড়তে গিয়ে প্রতিদিন আক্রান্ত হচ্ছে শত শত পুলিশ সদস্য, কখনো দেশের জন্য দিতে হচ্ছে প্রাণ। এই দুঃসময়ে রংপুর জেলা পুলিশের প্রতিটি সদস্যের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন রংপুর জেলা পুলিশের কর্ণধার বাংলাদেশ পুলিশের আইডল খ্যাত পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

এর অংশ হিসেবে রংপুর জেলার সকল পুলিশ সদস্যদের মধ্যে মৌসুমি ফল রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম বিতরণ করা হয়। এর আগে রংপুর জেলা পুলিশ লাইন্সের সদস্যদের মধ্যে জাতীয় ফল কাঁঠাল বিতরণ করা হয়। পুলিশ লাইন্স মেসে পরিবেশন করা হচ্ছে পুষ্টিসমৃদ্ধ খাবার।

করোনা আক্রান্ত সদস্যদের পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ওষুধ, ফলমূলসহ বিভিন্ন পথ্য। সার্বক্ষণিক তদারকি করে নিশ্চিত করা হচ্ছে প্রয়োজনীয় চিকিৎসা, প্রয়োজনে নেওয়া হচ্ছে করোনা ডেডিকেটেড হাসপাতাল ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের প্রত্যক্ষ তদারকিতে পরিচালিত হচ্ছে এ সকল কার্যক্রম।

বিআলো/ইলিয়াস