কক্সবাজারে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ি নিহত

কক্সবাজারে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ি নিহত

চঞ্চল দাশগুপ্ত, কক্সবাজার: মিয়ানমার থেকে ইয়াবা প্রবেশকালে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বিজিবির সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুইজন মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা, দুটি দেশি অস্ত্র ও কিরিচ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের পুত্র মো. শাহাজাহান (২৭) এবং অপরজন টেকনাফের অজ্ঞাত ব্যাক্তি। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আল আজাদ জানান, ১২ সেপ্টেম্বর ৩৪ বিজিবি’র রেজুআমতলী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে।

এমন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির টহল দল সীমান্ত পিলার-৩৯ হতে ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে এবং উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোদা ব্রীজ হতে ৫০ গজ পশ্চিম দিকে রাস্তার ঢালুতে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে রাত পৌনে ৩ টায় চার-পাঁচ জনের একটি দল পাহাড়ী এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দুইভাগে বিভক্ত হয়ে তাদের হাতে থাকা অস্ত্র-সস্ত্র দিয়ে টহল দলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে। 

এ সময় টহল দল আত্বরক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পাহাড়ী ঝিরি দিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।পরবর্তীতে টহল দল ঘটনাস্থলে উপস্থিত হলে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে। এসময় দেশীয় তৈরী একনলা বন্দুক ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।পরে আহত ব্যক্তিকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান জানান, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার নাফ নদীসংলগ্ন এলাকায় সন্দেহভাজন একজনকে দেখতে পেয়ে থামার সংকেত দিলে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আত্বরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে।

কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তি, ৩ লাখ ৪০ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক ও একটি লোহার ধারালো কিরিচ উদ্ধার করা হয়। পরে আহত ব্যক্তিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহত ইয়াবা কারবারির পরিচয় সনাক্ত করা যায়নি। 

উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চলতি বছরের ১লা জানুয়ারি হতে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ৪০ লক্ষাধিক পিস বার্মিজ ইয়াবাসহ ১৬৯ জন আসামী আটক করে। 

বিআলো/শিলি