করোনা: মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২, রিপোর্ট ৩২ টি

করোনা: মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২, রিপোর্ট ৩২ টি

সুইটি আক্তার: মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জনের দেহে  করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা দাঁড়ালো ৩২-এ রয়েছে। আজ মোট ৩২ জনের রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগ গ্রহণ করে। তবে আইইডিসিআর এর ওয়েবসাইটে মাদারীপুর জেলায় করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা প্রদর্শন করছে ৩৬ জন। আক্রান্ত দুইজনের রাজৈর ও শিবচর উপজেলায়। 

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। করোনা ভাইরাস শনাক্ত হওয়া দুইজন রাজৈর ও শিবচর উপজেলার। এর মধ্যে একজন রাজৈর উপজেলা বাজিতপুরে, অপরজনের বাড়ি শিবচর উপজেলায় কাঁঠালবাড়ি এলাকায়। গত ২৪ ঘন্টায় ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং শেষ করেছেন ১০ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৬৯ জন। এছাড়া আইসোলেশনে আছেন ১২ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে ৮ জন এবং রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন রয়েছে। জেলায় এ পর্যন্ত ১৪ জন সুস্থ হয়েছেন এবং দুইজন মৃত্যুবরণ করেন। 

আইইডিসিআর এর প্রেসব্রিফিং-এ মাদারীপুর জেলার ৩৬ জন শনাক্তের তথ্যের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মাদারীপুর জেলার স্থায়ী অনেক ব্যক্তি দেশের বিভিন্নস্থানে দীর্ঘদিন যাবত বসবাস করেন এবং তারা সেখানে করোনা ভাইরাস পজিটিভ হন এবং স্থায়ী ঠিকানা মাদারীপুর ব্যবহার করায় তাদের মাদারীপুর জেলায় শনাক্ত দেখানো হয়। তাই আইইডিসিআর এর সাথে আমাদের শনাক্তের সংখ্যার তারতম্য রয়েছে। 

তিনি আরও জানান, শিবচরে চিকিৎসক ও তার সন্তান হোম আইসোলেশনে রয়েছেন।  মাদারীপুর থেকে ৩ এপ্রিল থেকে আজ পর্যন্ত ৪৫১ জনের নমুনা করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। আজ ৩২ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৩০ জন নেগেটিভ ও ২ জন পজেটিভ এসেছে। জেলায় সর্বমোট ৪০০ জনের রিপোর্ট পাওয়া গেছে। নতুন ২ জন শনাক্ত হওয়া মাদারীপুর জেলায় মোট আক্রান্ত সংখ্যা  ৩২ জন। এর মধ্যে শিবচর উপজেলার ১৯ জন ও সদর উপজেলায় ৬ জন, রাজৈর উপজেলায় ৫ জন এবং কালকিনি ১ জন।

আজও মাদারীপুর জেলা লকডাউন চলছে। দুপুর ২টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা রয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশকে করোনা ভাইরাস সংক্রমন বিস্তার ঝুকিপূর্ণ ঘোষণা করায় সন্ধ্যায় ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ রয়েছে।