কৃষকদের সংকটে এগিয়ে এলেন  যুবলীগের কেন্দ্রীয় নেতা  হুমায়ুন সুলতান

কৃষকদের সংকটে এগিয়ে এলেন  যুবলীগের কেন্দ্রীয় নেতা  হুমায়ুন সুলতান

রেজাউল করিম রেজা স্টাফ রিপোর্টার: করোনাকালে শ্রমিক সংকটের কারণে মাঠের সোনালি ফসল নিয়ে বিপাকে পড়া কৃষকদের জমির ধান কেটে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য হুমায়ুন সুলতান। হুমায়ুন সুলতানের ডাকে সাড়া দিয়ে যশোর জেলার মনিরামপুর উপজেলার গ্রামে গ্রামে বিপদে পড়া কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন স্থানীয় যুবলীগ কর্মীরা। কৃষকের ধান কাটার পাশাপাশি তা বাড়িতে আনতে সহযোগিতা করেন যুবলীগের নেতাকর্মীরা।

মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের বাটভিলা গ্রামের দরিদ্র কৃষক জীবন রায় বলেন, ‘আমার ২ বিঘা জমিতে ধান উঠিছে, মেঘ ডাকতিছে। পরানডা কাঁপতিছে কহন বৃষ্টি এ্যইসে ধান সব ভিজে যাই। কিশেনের দাম ৮০০ টাকা-৯০০ টাকা। টাকা দিলিও পাওয়া যাচ্ছেনা কিশেন। যুবলীগের বাপ্পীরে কলাম। বাপ্পী ওর নেতারে কলি। ২০ জন যুবলীগের নেতাগুতা চলে আসিছে আজকে আমার ধান কাটতি। কইল্যো শেখ হাসিনা পাঠাইছে আমার ধান কাটতি। এগের অবদান জীবনে ভোলবোনা।’ 

এভাবে প্রতিদিন গ্রামে গ্রামে ধানকাটা কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করেন উপজেলার যুবনেতা অরবিন্দু হাজরা, মাহাবুর, সঞ্জয়দের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী। তাদের কাছে এ কর্মসূচির কথা জানতে চাইলে যুবনেতা সঞ্জয় বলেন আমাদের নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য হুমায়ুন সুলতানের নেতৃত্বে আমরা যুবসমাজের সহস্রাধিক নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকি এবং গণমানুষের বিভিন্ন প্রয়োজনে মানবিক যে  কোনো কাজে হুমায়ুন ভাইয়ের উৎসাহ, উদ্দীপনা ও আহবানে যে কোনো সময় ঝাঁপিয়ে পড়ি। স্বেচ্ছাশ্রমে কৃষকের ধানকাটা তেমনি একটি কর্মসূচি। 

আমাদের প্রতিনিধি যুবলীগের কেন্দ্রীয় নেতা  হুমায়ুন সুলতানকে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নির্দেশক্রমে আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংগ্রামী চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল আমাদের দায়িত্ব দিয়েছেন বাংলাদেশের প্রতিটি গ্রামে সংকটাপন্ন কৃষকদের জমির ধান কেটে দেওয়ার কর্মসূচির সফলভাবে বাস্তবায়ন করতে কাজ করার জন্য এবং এ পর্যন্ত লক্ষাধিক কৃষকের ধান কেটে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। আমি যশোরের মনিরামপুরের যুবনেতাদের ধন্যবাদ জানাচ্ছি যে তারা করোনাকালীন এ সময়ে তাদের জীবনের ঝুঁকি নিয়ে, রমজান মাসে সিয়াম সাধনার মধ্য দিয়েও এ প্রচণ্ড খরতাপে তারা অক্লান্ত পরিশ্রম করে মানবিক যুবলীগ পুনঃপ্রতিষ্ঠিত করাকে ত্বরান্বিত করছেন।

বিআলো/ইলিয়াস