ঢাবি ‘খ ইউনিটের’ ভর্তি পরীক্ষা শুরু

ঢাবি ‘খ ইউনিটের’ ভর্তি পরীক্ষা শুরু

বিআলো ডেস্ক: বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে শুক্রবার (১ অক্টোবর)। শনিবার (২ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে খ ইউনিটের ভর্তি পরীক্ষা। এদিন বেলা ১১টা থেকে এ পরীক্ষা শুরু হয়েছে, চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এবং দেশের সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জানা যায়, খ ইউনিটে এবার মোট আবেদনকারী ৪৭ হাজার ৬৩২ জন। এতে আসনসংখ্যা ২ হাজার ৩৭৮টি অর্থাৎ আসনপ্রতি পরীক্ষার্থী আছেন ২০ দশমিক ০৩ জন।


আরো জানা যায়, এবারের ‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর ১৮ হাজার ৮৫০ জন ভর্তি পরীক্ষা দিচ্ছেন ঢাবি ক্যাম্পাসে। তাছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৩৭৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৮৫২ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৭২ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ২০৪ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯২১ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৭৪১ জন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৬১৫ জন ভর্তি পরীক্ষায় বসার কথা রয়েছে।


উল্লেখ্য, করোনা মহামারীর কারণে শিক্ষার্থী-অভিভাবকদের ভোগান্তি দূরীকরণে প্রথমবারের মতো দেশব্যাপী পরীক্ষা নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিআলো/শিলি