দেশে আরও দু’জনের শরীরে করোনার ইটা ধরন

দেশে আরও দু’জনের শরীরে করোনার ইটা ধরন

নিজস্ব প্রতিবেদক: দেশে আরও ২ জনের শরীরে নাইজেরিয়ায় শনাক্ত করোনার ইটা ধরন পাওয়া গেছে। এনিয়ে ১৫ জনের শরীরে এ ধরন পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে একজন ঢাকার অন্যজন সিলেটের।

করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিআইএসএইআইডি) ওয়েবসাইটে বাংলাদেশে করোনার এ ধরন শনাক্তের খবর প্রকাশিত হয়েছে।

ইটা ধরন ছাড়াও বাংলাদেশে এ পর্যন্ত ৪৪ জনের শরীরে ভারতীয় ধরন ডেল্টা, ৮৪ জনের শরীরে যুক্তরাজ্যের ধরন আলফা, ২৭ জনের শরীরে দক্ষিণ আফ্রিকার ধরন বিটা এবং একজনের শরীরে করোনার ব্রাজিলের ধরন গামা পাওয়া গেছে।

গত বছরের ডিসেম্বরে করোনার এই ধরনটি প্রথম নাইজেরিয়াতে শনাক্ত হয়। এরপর তা অন্যান্য দেশে দ্রুত ছড়িয়ে পড়ে। সারা বিশ্বে করোনার ইটা ধরন ৬০টি দেশে ছড়িয়েছে বলে জানা গেছে।

করোনার এই ধরনটির ঝুঁকি নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন বলে জানা গেছে।

বিআলো/শিলি