ফরিদপুরে মালেক হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার 

ফরিদপুরে মালেক হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার 

সেতু আক্তর, ফরিদপুর:  ফরিদপুরের মধুখালীতে অটোরিক্সা চালক মালেক হত্যার সাথে জরিত ৬ আসামিসহ নগরকান্দা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার মো: আলিমুজ্জামান জানান, গত ১২ আগস্ট সকালে মধুখালীর রায়পুর ইউনিয়নের ব্যাসদি গ্রামে রাস্তার ধারে ডোবা থেকে অটোরিক্সা চালক মালেক শেখ (৫৫) এর মৃতদেহ উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় মালেকের ছেলে মোঃ শহিদুল শেখ বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। 

মধুখালী থানা মামলা নং- ০৬, ১৩/০৮/২০২১ ইং ৩০২/৩৯৪/২০১/৩৪ ধারা পেনাল কোড রুজু হয়। মামলা তদন্তকালে প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে প্রথমে আলমগীর (৪২) নামে এক আসামিকে সনাক্ত করা হয়। গত ২৬ আগস্ট আসামি আলমগীর শেখকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অন্য আসামি লিয়াকত বিশ্বাস (৩৪) কে চুয়াডাঙ্গা দর্শনা থেকে গ্রেফতার করা হয়।

পরে মৃত মালেক শেখের লুণ্ঠিত ব্যাটারী চালিত অটোরিক্সাটি ফরিদপুরের শিবরামপুর এলাকা থেকে উদ্ধার এবং আসামি মিলন শেখ (৩৩) ও কোরবান বিশ্বাস (৩০) কে আটক করে।  গতকাল রবিবার এই ঘটনার সাথে জরিত আরো ২ আসামি আব্দুর রহমান(৩৫) ও আব্দুল মান্নান ঘরামী (৫৫) কে আটক করা হয়।

তিনি আরো বলেন, এছাড়াও রবিবার দিবাগত রাত দুইটার দিকে নগরকান্দায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ইজিবাইক, ৩টি চাপাতি, ৩টি চাকু, ১টি দা, ২টি প্লাস, ১টি রেঞ্জ, ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- সুমন কাজী ওরফে পাপ্পু (২৫), সোহেল মাতুব্বর (২৫), লতিফ মাতুব্বর (৩৮), রবিন মোল্যা (২০), রহিম খান (২০) ও নুর ইসলাম মোল্যা (৫৫)। আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে ডাকাতি করতো। এ কাজে তাদের সাথে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

বিআলো/শিলি