বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহারের ৯ম বিহারাধ্যক্ষের মরদেহ আনা হয়েছে

বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহারের ৯ম বিহারাধ্যক্ষের মরদেহ আনা হয়েছে

উথোয়াইচিং মারমা,(বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান রাজগুরু বৌদ্ধ বিহারের ৯তম বিহারাধ্যক্ষ উ ঞানাসিরি (জ্ঞানপ্রিয়) মহাথের এর মরদেহ আজ দুপুরে চট্রগ্রাম হতে বান্দরবানে আনা হয়েছে। তারই সাথে ঐতিহ্য অনুযায়ী সম্মানের সহিত রাজগুরু বৌদ্ধ বিহারে ভক্তি শ্রদ্ধানুযায়ী অন্যান্য বিহারের বিহারাধ্যক্ষদের উপস্থিতিতে বরণ করে নিয়ে উক্ত বিহারে রাখা হয়েছে।

বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহার কমিটির সদস্য সচিব কে এস মং মারমা জানান, আজ (১১ জুলাই) সকাল ৭টায় চট্টগ্রামের ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রাজগুরু বৌদ্ধ বিহারের ৯তম বিহারাধ্যক্ষ উ ঞানাসিরি (জ্ঞানপ্রিয়) মহাথের পরলোক গমন করেছেন। দুপুর নাগাদ রাজগুরু উ ঞানাসিরি (জ্ঞানপ্রিয়) মহাথের এর মরদেহ চট্টগ্রাম থেকে বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহারের আনা হবে।

তিনি আরো জানান, গত ০৫ জুলাই বিহারাধ্যক্ষ উ ঞানাসিরি (জ্ঞানপ্রিয়) মহাথের হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়। তিনি বেশ কিছুদিন যাবৎ উচ্চ রক্তচাপ,ডায়াবেটিসসহ নানা রোগে ভোগছিলেন।

এদিকে শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং শনিবার সকাল ৭টা নাগাদ তিনি পরলোক গমন করেন।

প্রসঙ্গত, গত ২৮ মে আনুষ্ঠানিকভাবে রাজগুরু বৌদ্ধ বিহারে নবনিযুক্ত হয়ে ৯তম বিহারাধ্যক্ষ হিসেবে উ ঞানাসিরি (জ্ঞানপ্রিয়) মহাথের দায়িত্ব গ্রহণ করেন।

বিআলো/শিলি