বিশ্বকাপ নিয়ে সৌম্যর আশা

বিশ্বকাপ নিয়ে সৌম্যর আশা

স্পোর্টস ডেস্ক: ওপেনার সৌম্য সরকার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে রানের খরায় ভুগেছেন। মিরপুর শেরেবাংলা মাঠের মন্থর উইকেটে খেলে রান তুলতে ভুগেছেন অন্য ব্যাটাররাও। তাই শঙ্কা ছিল বিশ্বকাপে তাদের ব্যাটিং নিয়ে। তবে ওমানে গিয়ে বদলে গেছে পরিস্থিতি।

কারণ, উইকেট কথা বলছে ব্যাটারদের শটে শটে। ঘাসের ছোঁয়া থাকা শক্ত উইকেটে বল ব্যাটে আসছে, টি-টোয়েন্টির আদর্শ চাহিদা মেটানোরও মিলছে আভাস। গেল দুই দিন মাহমুদুল্লাহ রিয়াদের দলওমান ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপ প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটিয়েছে। সেখানে উইকেট আর কন্ডিশন থেকে রানের সুযোগ দেখছেন সৌম্য।

গতকাল অনুশীলন শেষে তিনি বলেন, ‘এখানে দেখলাম উইকেটে ঘাস। এ রকম যদি থাকে বোলার, ব্যাটার সবার জন্যই ভালো। বল ব্যাটে আসছিল ভালোই। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন উইকেট থাকলে মেরে খেলার জন্যও ভালো হয়। আশা করি, ভালো হবে।’

প্রথম দিন হালকা স্কিল ট্রেনিংয়ের পাশাপাশি ফুটবল খেলে সময় পার করে দল। দ্বিতীয় দিন ব্যাটিং-বোলিং অনুশীলন করেন টাইগাররা। ভিন্ন রকমের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াই আপাতত প্রথম লক্ষ্য টাইগারদের।

এ বিষয়ে সৌম্য বলেন, ‘প্রথম দু-এক দিন হয়তো আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে। ধীরে ধীরে সেটা কেটে যাবে।’ নিউজিল্যান্ড সিরিজের পর তিন সপ্তাহের লম্বা ছুটি দেয়া হয়েছিল ক্রিকেটারদের। ছুটির মধ্যেও অনেক ক্রিকেটার অবশ্য ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করেছেন। কেউ কেউ চালিয়েছেন কেবল ফিটনেস ট্রেনিং।

সৌম্যের মতে মানসিকভাবে সতেজ হওয়াটাই গুরুত্বপূর্ণ ছিল বেশি। তিনি বলেন, ‘বড় টুর্নামেন্টের আগে মানসিক বিশ্রামের প্রয়োজন ছিল। সবাই বিশ্রাম নিয়ে আবার মাঠে ফিরেছে।

বিআলো/শিলি