বিশেষ শিশু-কিশোরদের শীতকালিন ক্রীড়া উৎসবে সুইড বাংলাদেশ চ্যাম্পিয়ন

বিশেষ শিশু-কিশোরদের শীতকালিন ক্রীড়া উৎসবে সুইড বাংলাদেশ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: বুধবার ফুটবল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে দুইদিন ব্যাপী ‘ওয়ালটন বিশেষ শিশু-কিশোরদের শীতকালিন ক্রীড়া উৎসব-২০২১।’ এবারের এই আয়োজনে ৪টি স্বর্ণ জিতে চ্যাম্পিয়ন হয়েছে সুইড বাংলাদেশ (সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য ইন্টেলেকচুয়ালি ডিসঅ্যাবল্ড)। রানার্স-আপ হয়েছে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি (এনএএসপিডি)।

দুপুরে প্রতিযোগিতার শেষ দিনে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে সুইড বাংলাদেশ ৪-০ গোলে হারায় জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতিকে। সুইড বাংলাদেশের আতিক ও কাওসার ২টি করে গোল করেন।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ দলকে ট্রফি দেওয়া হয়। প্রতিটি ক্যাটাগোরির বিজয়ী বিশেষ শিশু-কিশোরদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া অংশ নেওয়া প্রত্যেককে শান্ত¦না পুরস্কার দেওয়া হয়।

ফুটবল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস এন্ড স্পোর্টস, মার্কেটিং) ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক পরাগ আরমান, ওয়ালটন গ্রুপের অ্যাডিশনাল ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ এবং জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি ও জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আক্তার।

এবারের এই শীতকালিন ক্রীড়া উৎসবে ১০টি প্রতিবন্ধী সংস্থা, সংগঠন ও স্কুলের ১২০ জন শিশু-কিশোর অংশ নিয়েছে। সাধারণত প্যারা অলিম্পিকে যে সকল ডিসিপ্লিন থাকে সেসব ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে মোট ৩৬টি ক্যাটাগোরিতে শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।