বড়াইগ্রাম উপজেলা আ.লীগের সভাপতি কুদ্দুস, সম্পাদক মিজান

বড়াইগ্রাম উপজেলা আ.লীগের সভাপতি কুদ্দুস, সম্পাদক মিজান

নাটোর প্রতিনিধি :নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আব্দুল কুদ্দুস মিয়াজী (প্রেস কুদ্দুস) সভাপতি ও অ্যাডভোকেট মিজানুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।


উপজেলার বনপাড়া পৌরসভার বাইপাস এলাকার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি।
এসময় ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি।


উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোটেক মিজানুর রহমান মিজান ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলুর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা এসএম কামাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল আওয়াল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক এমপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি, বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও বনপাড়া পৌরসভার মেয়র কে.এম জাকির হোসেন।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, রত্না আহমেদ এমপি, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাবেক এমপি আবুল কালাম আজাদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, বড়াইগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, বড়াইগ্রাম পৌরসভার মেয়র আলহাজ্ব মাজেদুল বারী নয়ন, আসিফ আবদুল্লাহ বীন কুদ্দুস শোভনসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন উপস্থিত সকল নেতৃবৃন্দ ও কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি হিসেবে সাবেক সংসদ সদস্য শহীদ রফিক উদ্দীন সরকারের কনিষ্ঠ সন্তান অ্যাডভোকেট আরিফুর রহমান সরকার (আরিফ), সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে আনোয়ার হোসেন দুলাল এবং সদস্য হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নাম ঘোষণা করেন।

বিআলো/শিলি