রাজধানীর কলাবাগানে বাসের ধাক্কায় নিহত ১

রাজধানীর কলাবাগানে বাসের ধাক্কায় নিহত ১

বিআলো ডেস্ক:রাজধানীর কলাবাগান স্টাফ কোয়ার্টারের সামনে বাসের ধাক্কায় উজির আহমেদ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৯ মে) সকাল সাড়ে ছয়টার দিকে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উজির আহমেদকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সিএনজি চালক আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

নিহত উজির আহমেদ কুমিল্লা জেলার লাকসাম থানার আউশ পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। কলাবাগান স্টাফ কোয়ার্টার ৮ নং বিল্ডিং এ সপরিবারে বসবাস করতেন তিনি। নিহত উজির আহমেদ একজন ফাস্ট ফুড ব্যবসায়ী ছিলেন। তিনি ৩ ছেলে ৫ মেয়ের জনক ছিলেন।

নিহতের ছেলে আব্দুল মজিদ বিবার্তাকে বলেন, আমার বাবা তার ছোট নাতি তানজিনকে নিয়ে মাদ্রাসায় যাবে, মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনে একটি অপেক্ষামান সিএনজিতে ওঠার সময় পিছন থেকে সাভার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস সিএনজিকে সজোরে ধাক্কা মারে এতে আমার বাবা গুরুতর আহত হন, সিএনজি চালককে স্থানীয়রা একটি হাসপাতালে নিয়ে যান আমি বাবাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসক আমার বাবাকে মৃত বলে জানান।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিবর্তাকে বলেন, কলাবাগানে বাসের ধাক্কায় এক ব্যক্তিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসক মৃত বলে জানান। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি কলাবাগান থানাকে জানানো হয়েছে বলেন তিনি।

বিআলো/শিলি