অপহৃত আরও ২ রোহিঙ্গা মাঝি উদ্ধার

অপহৃত আরও ২ রোহিঙ্গা মাঝি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফ উপজেলার চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত আরও দুই রোহিঙ্গা যুবককে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে অপহরণের শিকার পাঁচ রোহিঙ্গা মাঝি অক্ষত অবস্থায় ফিরলেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পুতিবনিয়া ক্যাম্পের হেড মাঝি রফিক ও আমান উল্লাহকে বালুখালী এলাকায় ছেড়ে দেয় সন্ত্রাসীরা। পরে এপিবিএন সদস্যরা তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তাদের উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃংখলা বাহিনীর উদ্ধার অভিযানের ফলে সন্ত্রাসীরা তাদের ছেড়ে দিতে বাধ্য হয়।এর আগে বৃহস্পতিবার বিকালে হাকিমপাড়া ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছিল তিনজনকে। ফলে অপহৃত পাঁচ মাঝি অক্ষত অবস্থায় উদ্ধার হলো।

এর আগে গত বুধবার দুপুরে ক্যাম্প ২১ চাকমারকুল থেকে একটি সভা শেষে ফেরার পথে নিখোঁজ হন মাঝিরা।  রাতে ক্যাম্পে না ফেরায় খোঁজাখুঁজির পর স্বজনরা নিশ্চিত হন তাদের অপহরণ করা হয়েছে।

২২নং রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি রাশেদুল হাসান জানান, সভাটি ছিল ক্যাম্প ২২ এর আইনশৃংখলা সংক্রান্ত বিষয়ে। কিন্তু সেখানে সড়কের কাজ চলায় তাদের ক্যাম্প ২১ এ এনে সভা করা হয়েছিল। সভা শেষে ফেরার পথে উক্ত হেড মাঝিরা নিখোঁজ হন।

বি আলো / মুন্নী