আইএসইউতে শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির সুযোগের জন্য দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

আইএসইউতে শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির সুযোগের জন্য দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির সুযোগের জন্য দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজ।

এইচ. টি. এম. কাদের নেওয়াজ বলেন, খণ্ডকালীন চাকরির জন্য শিক্ষার্থীদের সফটস্কিলস বাড়াতে হবে । বিশেষ করে চাকরির বাজারের চাহিদানুযায়ি কম্পিউটার ও গ্রাফিক্স সম্পর্কিত কাজের ধারণা অর্জন করতে হবে। 

ড. অলি আহাদ ঠাকুরের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড গ্রুপের উপ-প্রধান মানবসম্পদ কর্মকর্তা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ লুৎফর রহমান ।

এছাড়াও কর্মশালার আহ্বায়ক সহকারি অধ্যাপক মাহবুবুর রহমানসহ ,বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তিনি জানান একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য খণ্ডকালীন চাকরির প্রয়োজনে শিক্ষার্থীদের যোগাযোগ ও ভাষাগত দক্ষতা বাড়াতে হবে।