এ প্রজন্মেও অনন্য অভিনেত্রী শাকিলা

এ প্রজন্মেও অনন্য অভিনেত্রী শাকিলা

এস কে চৌধুরী: নতুন প্রজন্মের প্রতিভাময়ী অভিনেত্রী শাকিলা আক্তার। তার স্নিগ্ধ সৌন্দর্যের তুলনা চলে সকাল বেলার রোদের সাথে। চ লা মায়াবী চোখের শাকিলা ২০১৫ সালে মেধাবী নাট্যনির্মাতা সালাউদ্দীন লাভলুর ধারাবাহিক ভিলেজ ইঞ্জিনিয়ার নাটকের মাধ্যমে টেলিভিশন জগতে অভিষেক হয়। নাটকটি মিয়িা জগতে ইতিবাচক আলোচনার ঝড় তুলেছিল। কিন্তুু পড়াশোনার ব্যস্ততার কারণে শাকিলা আক্তার এই পথচালার কিছুটা ছন্দপতন ঘটে। স¤প্রতি এই প্রতিবেদকের মুখোমুখি হন খুলনার মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত শাকিলা আক্তার। তার সাথে যে আলাপারিতা হয় তা এখানে পাঠকের জন্য উপস্থান করা হল।

প্রশ্ন : আপনি নাট্য অভিনেত্রী। আমাদের নাটক সম্পর্কে আপনার অভিমত কি?

শাকিলা : আমাদের নাটকের মান অনেক ভালো। এটা ওপার বাংলার শিল্পী কলাকৌশলিারও স্বীকার করেন।

প্রশ্ন : নাটকে অভিনয় থেকে চলচ্চিত্রে নাম লেখার ইচ্ছা আছে কিনা।

শাকিলা : আমি চাই ধীরে ধীরে ব্যস্ততার জালে নিজেকে আবদ্ধ করতে। হ্যাঁ বড় পর্দায় কাজ করার প্রবল ইচ্ছে রয়েছে। তবে বাণিজ্যিক ছবিতে নয়, মার্জিত ছবি হলে অপত্তি নেই। এই রকম চরিত্র পাওয়া গেলে নির্মাতাদের ডাকে সাড়া দিতে আপত্তি নেই। 

প্রশ্ন : একজন শিল্পীর কি কি গুণাবলি থাকা প্রয়োজন বলে মনে করেন।

শাকিলা : শিল্পী হতে হলে তাকে শিল্পবোধ সম্পন্ন হতে হবে। শিল্পের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। সবচেয়ে বড় কথা তাকে সুন্দও মনের মানুষ হতে হবে।


প্রশ্ন : নিজেকে শিল্পী হিসেবে কতখানি যোগ্য মনে করেন?

শাকিলা : যেহেতু সাংস্কৃতিক অঙ্গনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি একজন শিল্পী বোধ সম্পন্ন মানুষ। সে ক্ষেত্রে শিল্পীর সব যোগ্যতা আমার মধ্যে রয়েছে বলে আমি মনে করি।

প্রশ্ন : নিজেকে আপনি কতটুকু গ্ল্যামার মনে করেন?

শাকিলা : নায়িকা হবার জন্য যতটুকু গ্ল্যামার দরকার আমার মনে হয় তার সবকটি আমার মাঝে বিদ্যমান।

প্রশ্ন : আপনি তারকা না শিল্পী হতে চান?

শাকিলা : আমি ভাই শিল্পী হতে চাই। যখন শিল্পীর শিল্পকর্ম সার্থক হয় তখনই তিনি শিল্পী হতে পারেন। 

প্রশ্ন : আপনার ভবিষ্য পরিকল্পনা কি?

শাকিলা : আমি অভিনয় পছন্দ করি। তাই জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করতে চাই।

প্রশ্ন : আপনার পছন্দেও শিল্পীর তালিকায় কে কে রয়েছেন?

শাকিলা : শাবনূও, সুবর্ণা মোস্তফ আমার পছন্দের শিল্পী। শাবনূও একজন পরিপূর্ণ শিল্পী। তার কাছে অভিনয় শেকার অনেক কিছু রয়েছে। তাছাড়া বলিউডের অক্ষয় কুমার ও হলিউডের অ্যাকুয়ামেন খ্যাত নায়কের ভক্ত আমি। 

 

বিআলো/ইসরাত