এনএসইউ – এনএএসপিএএ দক্ষিণ এশিয়া কনফারেন্স সমাপনী অনুষ্ঠিত 

এনএসইউ – এনএএসপিএএ দক্ষিণ এশিয়া কনফারেন্স সমাপনী অনুষ্ঠিত 

অর্থনৈতিক ডেস্ক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গত ১৪ নভেম্বর ২০২১ “মহামারী পরবর্তী বিশ্বের জন্য দক্ষিণ এশিয়ায় নীতিনির্ধারকদের  প্রস্তুতকরণ” শীর্ষক তিন দিন ব্যাপী এনএসইউ – এনএএসপিএএ দক্ষিণ এশিয়া কনফারেন্স ২০২১ এর সমাপনী অনুষ্ঠিত হয়।

 

ভবানী প্রসাদ খাপুং, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রক, নেপাল সরকার প্রধান অতিথি হিসেবে এই ভার্চুয়াল কনফারেন্সের সমাপনী ঘোষণা করেন।

এটি যৌথভাবে আয়োজন করেছিল সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ; নেটওয়ার্ক অফ স্কুল অফ পাবলিক পলিসি, অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (এনএএসপিএএ), যুক্তরাষ্ট্র এবং JSW স্কুল অফ পাবলিক পলিসি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আহমেদাবাদ (আইআইএমএ), ভারত।                  

 

এই কনফারেন্সের লক্ষ্য ছিল কোভিড-১৯ মহামারী থেকে দক্ষিণ এশিয়ার শিক্ষণীয় বিষয় সমূহ তুলে ধরা এবং মহামারী পরবর্তী বিশ্বের জন্য নীতিনির্ধারকদের প্রস্তুত করার উপায় নিয়ে আলোচনা করার জন্য শিক্ষাবিদ, অনুশীলনকারী, সুশীল সমাজের সদস্য এবং সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের একত্রিত করা।

 

এই ভার্চুয়াল কনফারেন্সে বিশ্বের ১৩টি দেশ এবং ৭৮টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১৪টি প্যানেল আলোচনা ও ৮৭টি গবেষণাপত্র উপস্থাপিত হয়েছে।  

          
সমাপনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ড. অ্যাঞ্জেল রাইট-ল্যানিয়ার, নির্বাহী পরিচালক, এনএএসপিএএ, যুক্তরাষ্ট্র; মি. ডেভিড মার্শাল, সদস্য উন্নয়ন পরিচালক, এনএএসপিএএ, যুক্তরাষ্ট্র এবং ড. নম্রতা চিন্দরকর, চেয়ারপারসন, JSW স্কুল অফ পাবলিক পলিসি, আইআইএমএ, ভারত।

সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। 

 

কনফারেন্সের স্ন্যাপশট প্রতিবেদন উপস্থাপন করেন ড. রিজওয়ান খায়ের, সহযোগী অধ্যাপক, এসআইপিজি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। তিনি সম্মেলনে উপস্থাপিত পেপার এবং প্যানেলিস্টদের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং ফলাফল তুলে ধরেন।