এবার বর্ষসেরা হতে চান মুশফিক

এবার বর্ষসেরা হতে চান মুশফিক

স্পোর্টস ডেস্ক: প্রথম বাংলাদেশী হিসেবে আইসিসির মাসের সেরা ক্রিকেটারের স্বীকৃতী পাওয়া মুশফিকুর রহিম এখানেই সন্তুষ্ট থাকতে চান না।

মিস্টার ডিপেন্ডেবলের লক্ষ্য এবার বর্ষসেরা হওয়া, ‘মে মাসের সেরার জন্য মনোনয়ন দেয়ায় আইসিসিকে ধন্যবাদ। তার চেয়ে বড় ধন্যবাদ তাদের যারা আমাকে ভোট দিয়েছেন। আমি মনে করি শুধু আমাকে না, আপনার বাংলাদেশকে জিতিয়েছেন।ধারাবাহিক পারফর্মেন্স ধরে রেখে শুধু প্লেয়ার অব দ্য মান্থই নয়, আমি প্লেয়ার অব দ্য ইয়ার হতে চাই। লক্ষ্য দেশকে যেন আরও ভাল ইনিংস, ম্যাচ জেতানো ইনিংস উপহার দিতে পারি। এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করবে’ বলেন তিনি।

পাকিস্তানী পেসার হাসান আলি ও তরুণ শ্রীলঙ্কান স্পিনার প্রাভিন জয়াবিক্রমাকে পেছনে ফেলে আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মুশফিক।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেন মে মাসেই। ৩ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৮৪, ১২৫ ও ২৮ রান। অর্থাৎ সবমিলিয়ে ৭৯.০০ গড়ে ২৩৭ রান। এ পারফর্মেন্সে তিনি আবার সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছেন। তার দুর্দান্ত পারফর্মেন্সেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের গৌরব দেখায় বাংলাদেশ দল।

এসব কারণে মে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হওয়ার দৌড়ে বেশ শক্ত অবস্থানেই ছিলেন মুশফিক। ৩৪ বছর বয়সী মুশি ২০০৬ থেকে
বাংলাদেশের হয়ে ৭৪ টেস্ট, ২২৭ ওয়ানেড ও ৮৬টি টি২০ ম্যাচ খেলে সাড়ে ১২ হাজার রান করেছেন। টেস্ট-ওয়ানডে মিলিয়ে সেঞ্চুরি
সংখ্যা ১৫টি।

বিআলো/শিলি