কদমতলীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস পালিত

কদমতলীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস পালিত

ইবনে ফরহাদ তুরাগঃ কদমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে শুক্রবার (২৬ মার্চ) সন্ধা সাড়ে ৭ টায় রাজধানীর কদমতলী থানার আওতাধীন মোহাম্মদবাগ ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর মিলনায়তনে এক আ‌লোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়।

ঢাকা দক্ষিণ সিটির ৫৯নং ওয়ার্ড কাউ‌ন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লী‌গের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌ‌মিক এর নেতৃত্বে এ সময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ আওয়ামী লী‌গের উপ ক‌মি‌টির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আয়নাল হক মিন্টু এবং বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ৫৮, ৫৯ ও ৬০নং ওয়া‌র্ডের সংর‌ক্ষিত আস‌নের ম‌হিলা কাউ‌ন্সিলর জনাবা সা‌হিদা বেগম।

এ সময় আকাশ কুমার ভৌ‌মিক বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পাওয়া আমাদের জন্য এক পরম সৌভাগ্যের বিষয়। এই স্বাধীনতা অর্জিত হয়েছে লাখো শহীদের জীবনের বিনিময়ে, লাখো মায়ের সম্ভ্রমের বিনিময়ে। যেটি অর্জন করতে লাখো মানুষ হয়েছেন গৃহহীন, আর সেটি অর্জিত হয়েছে সমগ্র জাতিকে একসাথে নিয়ে ইতিহাসের মহান পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অক্লান্ত পরিশ্রম, মেধা, প্রজ্ঞা, ইস্পাত দৃঢ় অঙ্গিকার বাস্তবায়নের মাধ্যমে। এদেশের মানুষকে নিয়ে জাতির পিতার দেখা আশ্রয়ের স্বপ্ন, চিকিৎসার স্বপ্ন, সোনার বাংলার স্বপ্ন আজ তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্পর্শ করতে এগিয়ে চলছে। আজ সকল ক্ষেত্রেই আমাদের অগ্রগতি সারা বিশ্বেই এক বিস্ময়ের বিষয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে বিদেশ থেকে অনেক মেহমান আমাদের দেশে এসে আমাদেরকে গর্বিত করেছেন। কিন্তু দেশের একটি অপশক্তি তাদের এ আগমনে বাঁধার সৃস্টি করছে। তিনি আরও বলেন আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলবো, স্বাধীনতাকে অর্থবহ করে তুলবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আমাদের দেশটাকে আরো এগিয়ে নিয়ে যাবে।

কদমতলী থানা আওয়ামী লী‌গের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব মাসুদ রানার সঞ্চালনায় এ সময় উক্ত অনুষ্ঠানে আ‌রে উপ‌স্থিত ছি‌লেন কদমতলী থানার অন্তর্গত আওয়ামী লী‌গ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, তাতীলীগ, মহিলালীগ সহ স্থানীয় থানা আওয়ামীলীগ ও তার সহ‌যোগী সংগঠ‌নের বি‌ভিন্ন স্ত‌রের নেতৃবৃন্দ।

বি আলো / মুন্নী