করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যে গোপনে বিয়ে করায় চাকরি থেকে বরখাস্ত

করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যে গোপনে বিয়ে করায় চাকরি থেকে বরখাস্ত

নাসিরউদ্দিন,সোনারগাঁ(নারায়ণগঞ্জ):প্রতিনিধি:
করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যে গোপনে বিয়ে করে চাকরি থেকে বরখাস্ত
হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আমিনপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনাপরিদর্শক শাহিন কবির। পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহিনকে গত বৃহস্পতিবারচাকরি থেকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে। ঢাকা বিভাগীয়পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিতএক আদেশে তাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়।ঢাকা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে শাহিনকে বরখাস্ত করার আদেশেবলা হয়েছে, দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলাকালীন গত ৭ এপ্রিলমঙ্গলবার সনমান্দি ইউনিয়নে গিয়ে বিয়ের জন্য অধিক জনসমাগম করেছেন।

উক্ত কার্যক্রম বর্তমান আইন ও সরকারি চাকরিবিধি পরিপন্থি বিধায় তাকে সরকারিকর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর বিধি ১২ মোতাবেক চাকরিথেকে সাময়িক বরখাস্ত করা হলো। প্রচলিত বিধি মোতাবেক বরখাস্তকালীন তিনিখোরপোষভাতা পাবেন বলে আদেশ উল্লেখ করা হয়েছে।সোনারগাঁপৌরসভার গোচাইট গ্রামের পিয়ার হোসেনের ছেলে শাহিনেরওইদিন সন্ধ্যায় পাশ^বর্তী সনমান্দি ইউনিয়নের সনমান্দি গ্রামের জামালউদ্দিনেরমেয়ে নাদিয়া আক্তারকে বিয়ে করেন। খবর পেয়ে এলাকাবাসী করোনা ভাইরাসেরপরিস্থিতিতে সরকারের কর্মচারী হয়ে সরকারী বিধিবিধার অমান্য করে বিয়ে করায়সমালোচনা করেন। বিষয়টি স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের অবহিত করেনএলাকাবাসী।এদিকে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় নারায়ণগঞ্জ জেলাকে অধিকঝুঁকিপূর্ণ চিহ্নিত করে লকডাউন ঘোষণা করে আইএসপিআর।

লকডাউনের মধ্যেসরকারী বিধিমালা ভঙ্গ করে গতমঙ্গলবার পারিবারিকভাবে গোপনে বিয়ে করেনশাহিন কবির। পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিনুর ইসলামতাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন। সোনারগাঁ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন,শাহিন কবিরের বরখান্ত হওয়ার আদেশ ইমেলের মাধ্যমে পেয়েছি। ওই আদেশের কপিডাউনলোড করে শাহিন কবিরের মাধ্যমে রিসিভ করিয়ে পুনরায় ঢাকা বিভাগীয়পরিবার পরিকল্পনা কার্যালয়ে পাঠানো হয়েছে।