করোনাভাইরাসে ভারতে চতুর্থ মৃত্যু

করোনাভাইরাসে ভারতে চতুর্থ মৃত্যু
ছবি: এনডিটিভি

বিশ্বসংবাদ ডেস্ক: মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা চার এ দাঁড়াল।

এনডিটিভি জানিয়েছে, বুধবার পাঞ্জাবের স্থানীয় হাসপাতালে ৭২ বছরের ওই বৃদ্ধ মৃত্যুবরণ করেন। জার্মানি থেকে ইতালি হয়ে দু’সপ্তাহ আগে দেশে ফিরেছিলেন তিনি। বুকে ব্যথা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে তার শরীরে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

বৃহস্পতিবারই ১৮ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস ধরা পড়েছে বলে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬৯ জন।

এদিকে বিদেশে থাকা ২৭৬ জন ভারতীয় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ২৫৫ জন ইরান, ১২ জন সংযুক্ত আরব আমিরাত ও পাঁচজন ইতালিতে রয়েছেন।

সোমবার ইরান থেকে আরও ৫৩ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এই নিয়ে চতুর্থবার সেদেশ থেকে ভারতীয়দের দেশে ফেরান হল। এই নিয়ে করোনা-আক্রান্ত দেশগুলো থেকে দেশে ফেরানো হল ৩৮৯ জনকে।