করোনার মহামারীতে আমার ইউনিয়নের কোন লোক অনাহারে থাকবে না: চেয়ারম্যান মাসুম

করোনার মহামারীতে আমার ইউনিয়নের কোন লোক অনাহারে থাকবে না: চেয়ারম্যান মাসুম

মনির হোসেন বন্দর প্রতিনিধি :  দিন দিন বেড়েই চলছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের প্রত্যেকটি জেলা-উপজেলা লকডাউন দিলেও অর্থনৈতিক ও মানসিক চাহিদার কারণে ইতিমধ্যে সীমিত আকারে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট শপিংমল ও বেশকিছু অফিস খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। 

এদিকে সাধারণ মানুষের খাদ্য অভাব দূর করার লক্ষ্যে সরকার কর্তৃক ত্রাণের ব্যবস্থা করা হয়েছে ।  এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে দেশের বিত্তবানরা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে । তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের সুযোগ্য  চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ এর নিজস্ব অর্থায়নে ইউনিয়নের প্রায় তিন হাজার পাঁচশত অসহায়-দুস্থ গরিবদের মাঝে মানবিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেন ।

তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার  বেলা ১১ টার ইউনিয়নের গকুলদাসের বাঁগ এলাকায় স্থাপীত জামেয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার আলহাজ্ব আমিজ উদ্দিন অরফানেজ ভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে মানবিক সহায়তার শেষ ধাপ পাঁচশত পরিবারের মাঝে বিতরণ করেন চেয়ারম্যান মাসুম। এ সময় উপস্থিত ছিলেন  বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন এবং জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক আলমাস ভূঁইয়া, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু সহ  স্থানীয় নেতাকর্মীগণ।  

 এ সময়  চেয়ারম্যান মাসুমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার বলেন, চেয়ারম্যানদের জন্য আপনারা দোয়া করবেন। 

দেশের এই ক্রান্তিলগ্নে চেয়ারম্যানরা আপনাদের পাশে দাড়িয়েছে। আপনাদের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করছে।

মানবিক সহায়তা বিতরনের সময়  চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ বলেন, সরকারের বরাদ্দ ত্রান বিতরণের পাশা -পাশি আমি এই পর্যন্ত নিজ তহবিল থেকে সাড়ে তিন হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। 
তার পরও যদি কেউ খাদ্য সংকটে থাকেন আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিতে। 

এ সময় তিনি আরও বলেন, আপনারা খেয়াল রাখবেন আমার ইউনিয়নের কেউ যেনো অনাহারে না থাকে।