চীনে ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন ৩০০, বহু নিখোঁজ

চীনে ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন ৩০০, বহু নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক: চীনের হেনান প্রদেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০২। বন্যায় বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে স্থানীয় সরকারের পক্ষ থেকে সোমবার জানানো হয়, হেনান প্রদেশের রাজধানী ঝ্যাংঝু বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ২৯২ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ৪৭ জন। এ প্রদেশের অন্য এলাকাগুলোয় আরো তিনজন নিখোঁজ রয়েছেন।

প্রাদেশিক রাজধানী ঝ্যাংঝুতে ১ কোটি ২০ লাখ মানুষের বসবাস। সেখানে তিনদিনের প্রবল বৃষ্টিতে এ বন্যা দেখা দেয়। এতে দ্রুত পানি বাড়তে থাকে; মৃত্যু হয় মানুষের। ট্রেনের বগি, গাড়ি পার্কিং এবং রাস্তার ট্যানেলে মৃতদেহ পাওয়া গেছে।

শহরটির মেয়র হউ হং সাংবাদিকদের বলেন, ভূগর্ভস্থ কার পার্কিং থেকে অন্তত ৩৯ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত মাসের শেষদিকে চীনে এ বন্যা দেখা দেয়। 

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পবিবর্তনের কারণে বিশ্বব্যাপী বন্যা ও খরার মতো প্রাকৃতির দুর্যোগ বাড়ছে।

বিআলো/শিলি