চারদিকে উন্নয়ন দেখে দিক হারালে চলবে না: জবি ট্রেজারার

চারদিকে উন্নয়ন দেখে দিক হারালে চলবে না: জবি ট্রেজারার

রিসাত রহমান, জবি : চারিদিকে এত উন্নয়ন দেখে দিক হারালে চলবে না সবাইকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শনিবার (২৫ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আনন্দ অনুষ্ঠানে এ কথা বলেছেন। তিনি আরো বলেন, আমরা ইতিহাসের সাক্ষি হয়ে গেলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ কত বহুদূর এগিয়ে যাচ্ছে। পদ্মা নদীতে সেতু হবে এটা ছিল এক মেগা পরিকল্পনা।

এই প্রকল্প বাস্তবায়নের ফলে অনেক দূর এগিয়ে যাবে দেশ। দেশে পদ্মা সেতু চালু হলো, ধীরে ধীরে মেট্রোরেল, কর্ণফুলী টানেল চালু হবে। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো: ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। আলোচনা সভা শেষে কেক কাটা হয় এবং শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, কর্মকর্তা কর্মচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বর্ণিল বাতিতে আলোকিত করা হয়েছে। এছাড়া সংগীত বিভাগের আয়োজনে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।