জো বাইডেনকে পাগলা কুকুরের সাথে তুলনা করলেন ট্রাম্প!

জো বাইডেনকে পাগলা কুকুরের সাথে তুলনা করলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে পাগলা কুকুরের সাথে তুলনা করেছেন মার্কিন প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

রবিবার (১৭নভেম্বর) এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, বাইডেনের অবস্থা ‘পাগলা কুকুরের’ চেয়ে একটু ভালো।

এর আগে ১৫ নভেম্বর উত্তর কোরিয়ার কেসিএনএ নিউজ এজেন্সির বরাত দিয়ে প্রকাশিত একটি খবরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে উদ্ধৃত করে বলা হয়েছে, জো বাইডেনের মতো পাগলা কুকুরকে লড়াইয়ে রাখা মানে সেখানকার আরো অনেকের আহত হওয়ার সম্ভাবনা তৈরি করা।

কিম জং উনের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে টুইটারে ডোনাল্ড ট্রাম্প ওই মন্তব্য করেছেন।

ডোনাল্ড ট্রাম্প কিমকে চেয়ারম্যান সম্বোধন করে বলেছেন, বাইডেন হয়তো একটু অলস আর বোকাসোকা। কিন্তু আপনি যেমন তাকে ‘পাগলা কুকুর’ বলেছেন, তিনি ঠিক তা নন, তার চেয়ে একটু ভালো।

প্রসঙ্গত, বর্তমানে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অনেক ভালো।