জয়পুরহাটে গর্ভবতী মায়েদের স্বাস্ব্যসেবা দিচ্ছে সেনাবাহিনী

জয়পুরহাটে গর্ভবতী মায়েদের স্বাস্ব্যসেবা দিচ্ছে সেনাবাহিনী

সেলিম রেজা জয়পুরহাট প্রতিনিধি: মুজিব জম্ম শতবার্ষিকী উপলক্ষ্যে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দুঃস্থ ও অসহায় গর্ভবতী মায়েদের জন্য বিনামূলো স্বাস্থ্যসেবা দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন। গর্ভবতী মায়েদের বিভিন্ন ধরণের স্বাস্থ্যসেবা সেবা ছাড়াও বিনামূল্যে ওষুধ দেয়া হয় সেনাহিনীর পক্ষ থেকে।

বৃহস্পতিবার (২ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলার সরকারি সাঈদ আলতাফুন্নেছা কলেজে তিন শতাধিক দুঃস্থ ও অসহায় গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা সেবা দেয় সেনাবাহিনী। এই করোনা পরিস্থিতিতে কেউ যেন স্বাস্থ্যসেবা থেকে বাইরে না থাকে, এজন্য এই উদ্যোগ নিয়েছে তারা। সেনা সদস্যদের নিজেদের জন্য বরাদ্দকৃত ওষুধ তারা বিতরণ করছেন দুস্থদের মাঝে।

মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন গাইনোকলজিস্ট লেঃ কর্নেল ডাঃ রলিফা আক্তার, মেডিক্যাল অফিসার লেঃ কর্নেল ডাঃ তাহমিনা আক্তার, ক্যাপ্টেন সিরাজুল মুরছালিন। ক্যাম্প চলাকালে কার্যক্রম পরিদর্শন করেন ১ বীর অধিনায়ক লেঃ কর্নেল মনোয়ার মাহবুব। পরবর্তীতে বাকী উপজেলাগুলোতেও এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন অধিনায়ক।

বিআলো/শিলি