দুদকের মামলায় বিসিবি পরিচালক লোকমান রিমান্ডে

দুদকের মামলায় বিসিবি পরিচালক লোকমান রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মোহামেডোন ক্রিকেট ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে সাতদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (৩ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

গত ২৭ অক্টোবর লোকমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের উপ-পরিচালক সাইফুল ইসলাম বাদি হয়ে মামলাটি করেন। রোববার এ মামলায় তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, বিসিবির পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া অবৈধভাবে চার কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৬শ ৪৮ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

গত ১৮ সেপ্টেম্বর শুদ্ধি অভিযানের মাধ্যমে র‌্যাব রাজধানীর অবৈধ ক্যাসিনোগুলোতে অভিযান পরিচালনা শুরু করে। যার মধ্যে গত ২৬ সেপ্টেম্বর লোকমান হোসেন ভূঁইয়াকে তার রাজধানীর তেজগাঁও মণিপুরীপাড়ার থেকে গ্রেফতার করা হয়।