দেড় বছর পর ঢামেকের মেডিসিন ওয়ার্ডে রোগী ভর্তি শুরু

দেড় বছর পর ঢামেকের মেডিসিন ওয়ার্ডে রোগী ভর্তি শুরু

নিজস্ব প্রতিবেদক:  করোনা মহামারীর কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে মেডিসিন ওয়ার্ড বন্ধ ছিল এতদিন। শনিবার থেকে আবার সাধারণ রোগীদের জন্য দুইটি ওয়ার্ড (মেডিসিন রোগী) ভর্তি কার্যক্রম শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রায় দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে নতুন ভবনের করোনা রোগীদের পাশাপাশি মেডিসিনের রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে। করোনা আক্রান্ত ও সাধারণ রোগীরা চিকিৎসার জন্য নতুন ভবনের একই লিফট ব্যবহার করছেন। এতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন মেডিসিন রোগীর স্বজনরা।

নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ মিয়া জানান, পরিচালক স্যারের নির্দেশে ৬ ও ৭ তলায় মেডিসিন ওয়ার্ডে রোগী ভর্তি করা শুরু হয়েছে। এছাড়া ৮ ও ৯ তলায় করোনা ওয়ার্ডে রোগীরা ভর্তি থাকবেন। এখন পর্যন্ত ৩০০ জন করোনা রোগী ভর্তি রয়েছে। এছাড়া তৃতীয় তলায় কার্ডিয়াক ভাসক্যুলার সার্জারি ইতোমধ্যে চালু করা হয়েছে, আর হৃদরোগ বিভাগ রোগী ভর্তি করাও শুরু হয়েছে।

পাশাপাশি পিসিসিইউ ও আইসিইইতে করোনা রোগীরা ভর্তি রয়েছে। এছাড়াও হাসপাতালের ১০ তলার ওয়ার্ডে পুরোটাই করোনা রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দিয়ে আসছে কর্তৃপক্ষ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমূল হক জানান, সব জেলা থেকেই রোগী ঢামেকে আসে। সাধারণ রোগীদের কথা চিন্তা করে করোনা আক্রান্তদের পাশাপাশি একই ভবনের ৬ ও ৭ তলায় মেডিসিন রোগীদের ভর্তি করা হবে।

তবে করোনা রোগীদের চলাচলের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। পরে যদি করোনা রোগীর সংখ্যা বেড়ে যায়, তখন পরিস্থিতি বুঝে আবার ব্যবস্থা নেওয়া হবে। এখনো করোনা ওয়ার্ডে ৩০০ রোগী ভর্তি রয়েছে। করোনা রোগী আগের তুলনায় কম থাকায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

বিআলো/শিলি