নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন গায়িকা মীরা খান

নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন গায়িকা মীরা খান

বিনোদন প্রতিবেদক: মীরা খান। তার পুরো নাম আফিফা জান্নাত আরা খান মীরা । শিল্পচর্চার বিভিন্ন শাখায় সমানতালে কাজ করছেন তিনি। সংগীত, অভিনয়, আবৃত্তি, উপস্থাপনা, মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র সর্বত্রই তার সপ্রতিভ উপস্থিতি তাকে অনন্য করে তুলেছে।

দীর্ঘদিন ধরে রেডিও-টেলিভিশনে পারফর্ম করলেও নানা কারণে এতদিন তার ইউটিউব চ্যানেল খোলা হয়নি। বর্তমানে তিনি নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন। তিনি আশা করেন দর্শক-শ্রোতারা এই চ্যানেল থেকে প্রচুর আনন্দ উপভোগ করবেন। 

ছোটবেলা থেকেই তার সংগীতে হাতেখড়ি। শুধু তাই নয় ছোটবেলা থেকেই তিনি নাচ, গান, আবৃত্তি, অভিনয়, বিতর্ক, বক্তৃতা এবং পড়াশুনা চালিয়ে গেছেন। এবং তখন থেকেই ক্লান্তিহীন অনুশীলনের মধ্য দিয়ে তিনি নিজেকে শাণিত করে তুলেছেন। ধ্রুপদ সংগীতের চর্চা শুরু করলেও এখন স্থায়ী হয়েছেন লোকসংগীত এবং আধুনিক গানে। বাংলাদেশ শিশু একাডেমী থেকে গানের চর্চা শুরু করলেও শিল্পকলা একাডেমী থেকে তিনি সংগীতের বিভিন্ন শাখায় প্রশিক্ষণ গ্রহণ করেন।

ছায়ানট সঙ্গীতবিদ্যায়তন থেকে ৫ বছরের শিক্ষা শেষ করে সনদ লাভ করেন। এখানেই শেষ নয় এরপর তিনি ভারতের দিল্লির শাস্ত্রীয় সংগীতের গুরুমা সুলোচনা বৃহস্পতি ও ড: সরইঁয়ু কালেকারের কাছ থেকে (রামপুর ঘরানা) উচ্চাঙ্গ সঙ্গীতে গুরু শিষ্য পরম্পরায় তালিম গ্রহণ করেন। পরবর্তীতে ভারতের গুরুজী সারথি চ্যাটার্জির তত্ত্বাবধানে উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করেন।

বাংলাদেশ টেলিভিশনে তিনি উচ্চ শ্রেণীর একজন তালিকাভুক্ত সংগীতশিল্পী, অভিনয়শিল্পী এবং উপস্থাপিকা। নিবেদিতপ্রাণ এই শিল্পী জাতীয় প্রতিযোগিতায় সংগীত, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, অভিনয় এবং উপস্থিত বিতর্কে পরপর ২ বার জাতীয় পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি পরবর্তীতে বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।

মীরা খানের প্রথম সংগীতের অ্যালবাম এর নাম নিবিড় ভালোবাসা। তার প্রথম মঞ্চনাটক জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অলীক বাবু। তার প্রথম টিভি নাটক আল-মনসুর পরিচালিত রবীন্দ্রনাথের মুক্তির উপায়। তিনি অভিনয় করেছিলেন চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস ছবিতেও। অভিনয়ে দক্ষতা অর্জনের জন্য তিনি ২০০০ সালে নাটকের গ্রুপ নাট্যজনে যোগদান করেন।

সরকারি ব্যবস্থাপনায় নাট্যজন থেকে তিনি ভারতের বিভিন্ন প্রদেশে অলীক বাবু নাটকটিতে অসামান্য অভিনয় করে দর্শক সমাদৃত হন এবং ভারত সরকারের পক্ষ থেকে পুরস্কৃত হন।
তার আলোচিত নাটকগুলোর মধ্যে রয়েছে ব্যস্ত ডাক্তার, ঘটক এবং আমরা, বিয়ের শাড়ি, ঝিলপাড়ের বড় বাবু, মহুয়া সুন্দরী, যোগফল এক ইত্যাদি।

শিল্পচর্চার বিভিন্ন শাখায় শুধু নয় তিনি পড়াশোনায় সমানতালে এগিয়ে গেছেন। তিনি ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি এমন কিছু করে যেতে চান যা তাকে স্মরণীয় করে রাখবে। তিনি ঢাকায় একটি ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেছেন।

তিনি বঙ্গবন্ধুকে নিয়ে অসাধারণ একটি গান গেয়েছেন যা বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হয়ে আসছে। এই গানটি তার ইউটিউব চ্যানেলেও রয়েছে।

বিআলো/ইসরাত