নেতাকর্মীদের বটগাছ সেলিম ওসমান-শামীম ওসমান ; মুছাপুর আ.লীগ নেতা জনি

নেতাকর্মীদের বটগাছ সেলিম ওসমান-শামীম ওসমান ; মুছাপুর আ.লীগ নেতা জনি

মোঃ মনির হোসেন বন্দর, (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়নগঞ্জ শহর- বন্দরে সরকার দলীয় আওয়ামীলীগের রাজনৈতিক ভাবে কর্মী সমর্থন নিয়ে মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগে সক্রিয় অবস্থান গড়ে তুলেছেন, প্রয়াত আলাউদ্দিন ভেন্ডারের ছেলে আবুল হাসনাত জনি । তিনি নারায়ণগঞ্জ শহর বন্দরে আওয়ামীলীগের রাজনৈতিক অবস্থানে ওসমান পরিবার আমাদের বটগাছ।

বুধবার রাতে এর সঙ্গে একান্ত সাক্ষাত কালে মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল হাসনাত জনি বলেন, আমরা যারা নারায়ণগঞ্জ বাসি আওয়ামীলীগের রাজনৈতিক ভাবে জড়িয়ে যা বুঝলাম। আমাদের অত্যন্ত আবেগ ও অনুভূতির একটি নাম হচ্ছে ওসমান পরিবার। কারণ ভাষা আন্দোলন শুরু থেকে শেশে বাংলাদেশ আওয়ামীলীগের জন্ম নারায়ণগঞ্জের বাইতুল আমানে ওসমান পরিবারের মধ্য দিয়েই শুরু হয়েছিল। এই পরিবার থেকে এসেছে ভাষা সৈনিক স্বাধীনতা পদক দেশের দুইজন সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, একেএম শামীম ওসমান এখন একজন জননেতা।

ওসমান পরিবার নারায়ণগঞ্জ তথা দেশকে যা দিয়েছেন অদ্যবধি দিয়ে যাচ্ছেন তারাই ফলুশ্রুতিতে দেশ বাসীর পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই পরিবারকে নারায়ণগঞ্জের দুইটি মহাসড়ক ও তৃতীয় শীতলক্ষ্যা সেতু এই পরিবারের নামে নামকরণ করে নারায়ণগঞ্জ বাসাী উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমরা নারায়ণগঞ্জবাসী এই ওসমান পরিবারের জন্য অত্যন্ত গর্বিত ও আনন্দিত।

স্বাধীনতার ৭৫ পরবর্তী কালের পর থেকে স্বাধীনতাবিরোধী অপ শক্তির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আজকে যেই নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছের ঠিক তেমনি ভাবে স্বাধীনতার পরবর্তী সময় গুলোতে স্বাধীনতা বিরোধী অপশক্তির ভয়াবহ ও নির্মল জুলুম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে । এখনও সেই অপ শক্তির অপপ্রচার থেমে নেই।

এই অপশক্তিকে উদ্দেশ্য করে বলে দিতে চাই আমরা নারায়ণগঞ্জ আওয়ামী পরিবারের সন্তানদের শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত এই পরিবারের পক্ষে লড়াই করে যাব ইনশাআল্লাহ। কোনো প্রকার বাধা বিপত্তি ও ষড়যন্ত্র ওসমান পরিবারের কর্মীদের থামানো যাবে না। হাইব্রিটদের কারণে ত্যাগীরা অবহেলার পাত্র ।

তিনি বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ রশিদ প্রসঙ্গে বলেন, রশীদ সাহেব মানে ওই পরিবারের একজন প্রবীন নেতা। জাতির গর্বিত সন্তান চেয়ারম্যান এম এ রশিদ সাহেবের নেতৃত্বে বন্দরে আওয়ামীলীগের রাজনীতি পুনরায় গতি ফিরে পাচ্ছে। তিনি বন্দর উপজেলা ও সিটি কর্পোরেশন ৯টি ওয়ার্ড এলাকার সকলের প্রবীন নেতা। প্রয়াত সাংসদ নাসিম ওসমানকে হারিয়ে নিজ দল ও আওয়ামীলীগসহ অঙ্গসংগঠন বুঝতে পারছে।

নাসিম ওসমান এমপি কেমন মনের ছিলেন তা গভীর ভাবে উপলব্দী করছে বন্দরের জাতীয় পার্টি ও আওয়ামীলীগেরর ত্যাগী নেতাকর্মীরা। নিজে দল করে ৪ বারের সাংসদ নাসিম ওসমান নিজের জন্য কিছু না করলেও ত্যাগী সাধারণ নেতাকর্মীদের নিয়ে সবসময় চিন্তা করতেন। এটা তাদের অর্থাৎ ওসমান পরিবারের রাজনৈতিক ধারা বা আদর্শ বলেই নারায়নগঞ্জে সরকার দলীয় রাজনীতিতে ওই পরিবার ছাড়া অভিভাবকহীন। তিন পুরুষ যাবত আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় ওসমান পরিবার।

চার দলীয় জোট সরকারের আমলে ওই পরিবারের উপর চরম নির্যাতনের শিকার হয়েও সকল কিছু সহ্য করে এখনো রাজনীতি টিকিয়ে রেখেছেন। নিজেদের কষ্টের চেয়ে নেতাকর্মীদের কষ্টকে বেশি গুরুত্ব দেন ওসমান পরিবার। বটগাছের মত ছায়ার ফলেই নেতাকর্মীরা ওসমান পরিবার ছাড়া কিছু চিন্তাও করতে পারে না। প্রভাবশালী সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমান এমপি ভাই নেতাকর্মীদের বটগাছ । তেমন জনস্বার্থে কঠোর তারা। নারায়ণগঞ্জে ওসমান পরিবারের রাজনীতির আর্দশ।

বিআলো/শিলি