নন্দীগ্রামে শেষ হাসি কার?

নন্দীগ্রামে শেষ হাসি কার?

আন্তর্জাতিক ডেস্ক ক্ষণে ক্ষণে রঙ বদলাচ্ছে নন্দীগ্রামের ভোটচিত্র। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে গেলেন তো, একটু পর আবার এগিয়ে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। সকাল থেকেই চলছে এভাবে। পশ্চিমবঙ্গের নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আসনে দৃষ্টি সবার। সর্বশেষ সপ্তদশ রাউন্ডের গণনায় এগিয়ে রয়েছেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শেষ হাসি কার,  এখনই তা বলা যাচ্ছে না। তবে এটি স্পষ্ট, রাজ্যে বিজেপি হারতে চলেছে। আর দলটি কার্যত তৃণমূলের কাছে হার স্বীকার করে নিয়েছে।

পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২ আসনের ফলাফল গণনা চলছে এখনো। শুরু হয়েছে সকাল আটটায়। তবে এখন পর্যন্ত আটটি আসনেরই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

আজ সকাল থেকে ভোটের খবরের বড় আকর্ষণ ছিল নন্দীগ্রাম। সেখানে দীর্ঘ সময় পিছিয়ে ছিলেন মমতা। তবে বেলা দুইটার পর থেকে পরিস্থিতি পাল্টাতে থাকে। দুপুরের দিকে এগিয়ে গেলেও আবার পরে সামান্য ভোটে পিছিয়ে পড়েছিলেন তিনি। তবে সপ্তদশ রাউন্ডের ভোট গণনা শুরু হলে আবার মমতা প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর চেয়ে এগিয়ে যান। এখন ৬০০ ভোটে এগিয়ে আছেন তিনি। দলীয় প্রধানের সঙ্গে বিজয়ের পথে রয়েছে তৃণমূল।

বি আলো ইমরান