নড়াইলে ছাত্রদলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ 

নড়াইলে ছাত্রদলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ 

নড়াইল প্রতিনিধি :

করোনা ভাইরাসের জন্য চলা লকডাউনে কর্মহীন হয়ে পড়া ছয় শতাধিক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, নড়াইল জেলা শাখা। সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গত কয়েকদিন ধরে নড়াইল সদর উপজেলা, লোহাগড়া ও নড়াগাতী থানার বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। এসব খাদ্যসামগ্রীর মাঝে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ ইত্যাদি। এছাড়াও সংগঠনটির উদ্যোগে বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে ছিটানো ও জনগণের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক ইত্যাদি বিতরণ করা হয়।

এ বিষয়ে নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি জানান, নড়াইলে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ছয় শতাধিক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। জননেতা তারেক রহমান ও কেন্দ্রীয় সংগঠনের নির্দেশে আমরা এসব খাদ্যসামগ্রী বিতরণ অব্যহত রাখবো। সূত্র জানায়, নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, সহ-সভাপতি মামুন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসানের নেতৃত্বে এসব কর্মসূচি চলমান রয়েছে।