পিছিয়ে যাচ্ছে অলিম্পিক গেমস

পিছিয়ে যাচ্ছে অলিম্পিক গেমস

চলতি বছরের ২৪ জুলাই জাপানের রাজধানী টোকিওতে শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক গেমস। করোনাভাইরাস আতঙ্কে এ বছরের পরিবর্তে অলিম্পিক গেমস হতে পারে আগামী বছর।

সাম্প্রতিক সময়ে চীনের উহান প্রদেশ থেকে বিশ্বে ছড়িয়ে পড়া ছোঁয়াছে ভাইরাস করোনার আতঙ্কে স্থবির হয়ে পড়েছে জনজীবন। করোনা আতঙ্কে জুলাইয়ে অনুষ্ঠিতব্য অলিম্পিকে অংশ না নেয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছে কানাডা ও অস্ট্রেলিয়া।

খেলোয়াড়দের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে অলিম্পিক গেমস পেছানো হতে পারে।

জাপানের পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, আমাদের হয়তো অলিম্পিক গেমস পেছানোর সিদ্ধান্ত নিতে হতে পারে।

যুক্তরাষ্ট্রের কিংবদন্তি অ্যাথলেট কার্ল লুইস দুই বছর অলিম্পিক পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, এখন মানুষের জীবন সংকটে পড়েছে। করোনাভাইরাস কারও নিয়ন্ত্রণে নেই। এই মুহূর্তে কোনো অ্যাথলেটের পক্ষেই গেমসের জন্য যথাযথ প্রস্তুতি নেয়া সম্ভব নয়। আমি চাই অলিম্পিক গেমস অন্তত দুই বছর পিছিয়ে দেয়া হোক।

সূত্র: কলকাতা ২৪