পীরগঞ্জে র‌্যাব-পুলিশের অভিযানে আটক ৩২

পীরগঞ্জে র‌্যাব-পুলিশের অভিযানে আটক ৩২

রংপুর প্রতিনিধি: রংপুরে জেলেপল্লীতে আগুন দেওয়ার ঘটনায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ, র‌্যাব ও বিজিবি। সোমবার পর্যন্ত ৩২ জনকে আটক করার খবর পাওয়া গেছে।

রবিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেই ফেসবুকে ধর্ম অবমাননার কথিত অভিযোগে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়ার বাটের হাটে জেলেপল্লীতে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর বিকেলে মাঝিপাড়ায় হামলা করে একদল দুর্বৃত্ত।হামলাকারীরা একটি মন্দিরসহ ৬৫টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে রাতে তারা অন্তত ২০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

রোববার দুপুরের দিকে মাঝিপাড়ার এক তরুণের নামে ফেসবুকে একটি আইডি থেকে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের বসতবাড়ির আশপাশে অবস্থান নেয়। কিন্তু তাতেও রক্ষা হলো না। ওই তরুণের বাড়ি থেকে একটু দূরে
বাড়ি ঘরে আগুন লাগায় দুর্বওরা।

জেলেপল্লীতে লাগা আগুনের কয়েকটি ভিডিও মাঝরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা যায়, ৬৫টি পরিবারের সবাই আশ্রয় নিয়েছে সেখানকার রাধা গোবিন্দ মন্দিরে।

স্থানীয় রানা নামে একজন বলেন, পুলিশ অনেক চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই অগ্নিসংযোগের সঙ্গে যারা জড়িত তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

দুর্গাপূজা চলাকালে কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে সহিংসতা শুরুর পর গত কয়েকদিনে তা ছড়িয়েছিল চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, ফেনীসহ বিভিন্ন অঞ্চলে। অনেকগুলো মন্দিরে হামলা ও ভাঙচুর হয়। এর মধ্যেই ধর্মীয় অবমাননার অভিযোগে রংপুরে জেলেপল্লীতে হিন্দু বাড়িতে আগুন দেয় একদল দুর্বৃত্ত।  

বিআলো/শিলি