প্রযুক্তির সুফল এখন হাতের নাগালে

প্রযুক্তির সুফল এখন হাতের নাগালে

***বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান

সুমন সরদার: ডিজিটাল উন্নয়নের প্রযুক্তিগত ব্যবহারের সুফল এখন হাতের নাগালে বলে উল্লেখ করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

৩০ আগস্ট সোমবার জেলা প্রশাসনের আয়োজনে ‘করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞা সময়কালীন সরকারি তথ্য ও সেবা ৩৩৩ এ ফোন করা ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএমপি কমিশনার বলেন, ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সদস্যসহ ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত হওয়া আইভী রহমানসহ শহিদ হওয়া সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা, ব্যবস্থাপনা, নিষ্ঠা ও চেষ্টায় আমরা উন্নয়নের মহাসড়কে  অবস্থান করছি ।

এই বৈশ্বিক অতি মহামারির সময় সারা বিশ্বের মতো আমাদের দেশেও অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়ের মধ্যে আমাদের সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে  পদ্মা সেতু, মেট্রোরেলসহ মেগা প্রজেক্টের কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে। সরকার ঘোষিত নির্দেশনা স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে না চললে আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে, পিছিয়ে যেতে হবে।

এজন্য ঘরের বাহিরে অবশ্যই মাস্ক পরিধান ও শারীরিক দূরত্ব বজায় রেখে চলার মাধ্যমে এই দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়া সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিআলো/ইলিয়াস