পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেট আবারও বন্যা

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেট আবারও বন্যা

সিলেট ব্যুরো: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটে আবারও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে পানিবন্দি লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

এদিকে, সিলেট নগরীর বিভিন্ন বাসাবাড়িসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নগরীর অধিকাংশ বাসাবাড়ি, অফিসপাড়া ও সড়কে হাঁটু ও কোমর সমান পানি থৈ থৈ করছে। নগরীতে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টায় সিলেটে সুরমা বিপদসীমার ১৩ সেন্টিমিটার, কানাইঘাটে সুরমা ১০৭ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা ২১ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া, টুকেরবাজার, জালালাবাদ, মোগলগাঁও, কান্দিগাঁও, হাটখোলা ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বিভিন্ন হাট-বাজার, মসজিদ, স্কুল- মাদ্রাসাসহ ভিটে-বাড়ি পানিতে ডুবে গেছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, ক্ষেত ও বীজতলা।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টা থেকে গতকাল বুধবার ভোর ৬টা পর্যন্ত ১৯ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া, গতকাল বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

সিলেট আবহওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, আবহাওয়ার পূর্বাভাসে সিলেটে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারি বর্ষণ হতে পারে। ২৩ জুন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের বন্যা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ভূত পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। গতকাল বুধবার বন্যাকবলিত উপজেলাগুলোতে আরো ২৫৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নূরুল ইসলাম।

বিআলো/শিলি