বাংলাদেশ রেসলিং ফেডারেশন নির্বাচনে লড়ছেন না রেসলার শিরিন

বাংলাদেশ রেসলিং ফেডারেশন নির্বাচনে লড়ছেন না রেসলার শিরিন

জাকির মামুনঃ এখনও খেলা থেকে অবসর নেননি৷ খেলাবস্থায় বাংলাদেশ রেসলিং ফেডারেশন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পদকজয়ী জনপ্রিয় রেসলার শিরিন সুলতানা৷  প্রতি চারবছর অন্তর নির্বাচন হওয়ার কথা থাকলেও সর্বশেষ নির্বাচন হয়েছিলো ২০১২সালে৷ তিনি বলেন, 'ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট মহলের অনুরোধে আমি নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করেছি’ ৷

বিভিন্ন অনিয়ম ও রেসলারদের আশানুরুপ সুযোগ-সুবিধা প্রদান না করা, রেসলারদের মানউন্নয়নে সঠিকভাবে কাজ না করায় সন্তুষ্ট নন শিরিন সুলতানা ৷ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নির্বাচন করার জন্য মনোয়ন সংগ্রহ করলেও বর্তমান সাধারণ সম্পাদকের অনুরোধে সরে দাঁড়িয়েছেন তিনি৷ বাংলাদেশ রেসলিং ফেডারেশনের যুন্ম সম্পাদক মেসবাহউদ্দিন লিখিত বক্তব্যে জানান,' আমাদের আদর্শ, লক্ষ্য , উদ্দেশ্য ও প্রত্যয় একই ।যে কারণে তিনি রেসলিং ফেডারেশনের নেতৃত্ব দিতে চান তার সাথে আমাদের কোন মতভিন্নতা নেই। এই প্রেক্ষাপটে আমরা তাকে এবার উল্লিখিত পদে নির্বাচন না করার জন্য বর্তমান সাধারণ সম্পাদকে (তাবিউর রহমানের)পক্ষে অনুরোধ করেছি । আমাদের এবং সংশ্লিষ্ট মহলের অনুরোধে সাড়া দিয়ে তিনি সাধারণ সম্পাদকের পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন৷ কেনো নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তার যথার্থ কারণ জানতে চেয়েছে ক্রীড়াঙ্গনের আলো৷ এ সম্পর্কে শিরিন সুলতানা ক্রীড়াঙ্গনের আলোকে জানান , 'ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট মহলের অনুরোধে আমি নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করেছি ৷

তিনি অভিযোগ করেন, 'গত ৪১ বছরে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে ফেডারেশনের গঠণতন্ত্র কে।বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ধারা ৬ এর ১ থেকে ১৭ নং ক্রমিক পর্যন্ত বর্ণিত উদ্দেশ্য সমূহ গত ৪১ বছরে পরিপূর্ণ ভাবেই ভুলন্ঠিত হয়েছে ।কোন একটি উদ্দেশ্য পরিপূর্নতা পায়নি৷ নির্বাচন থেকে সরে আসলেও ফেডারেশনের কল্যাণার্থে প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখহাসিনার ধারস্থ হতেও পিছপা হবেন না তিনি৷ তিনি বলেন, 'দরকার হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার সাথে দেখা করার চেষ্টা করবো এবং ফেডারেশনের সবধরণের অভিযোগ তুলে ধরবো'।

 

বিআলো/ইসরাত