ফরিদপুরে তিন ক্লিনিকে অভিযান  ৩ লাখ টাকা জরিমানা

ফরিদপুরে তিন ক্লিনিকে অভিযান  ৩ লাখ টাকা জরিমানা

এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে তিন লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ১টার দিকে এই অভিযান চালানো হয়। এসময় ফরিদপুর শহরের নিলটুলী এলাকায় অবস্থিত সমরিতা জেনারেল হাসপাতাল লিঃ কে ১লক্ষ টাকা, দেশ ক্লিনিককে ১লক্ষ টাকা ও আলিপুরে অবস্থিত ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ফরিদপুর লিঃ কে ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ফরিদপুরের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিথি মিত্র । ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সমরিতা জেনারেল হাসপাতালে ৩০ জন ডাক্তারের পরিবর্তে মাত্র ৪জন ডাক্তার এবং প্রয়োজনীয় ডিপ্লমা নার্স ছাড়ুাই হাসপাতাল পরিচালনা করে রোগিদের সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছেন।

দেশ ক্লিনিকে ৩জন ডাক্তারের পরিবর্তে ১জন ডাক্তার ও ডিপ্লমা নার্স ৬ জনের পরিবর্তে ১ জন রয়েছে। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ৯জন ডাক্তারের পরিবর্তে ৭জন ডাক্তার এবং ওটি তে ডিপ্লমা নার্সের পরিবর্তে একজন এইচএসসি পাশের মহিলা রয়েছেন। এছাড়া অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ, সরকারের নিয়ম অনুযায়ী মূল্য তালিকা না টাঙানো সহ বিভিন্ন অনিয়মের জন্য এই জরিমানা করা হয়েছে।

অভিযানে আরো সহযোগিতা করেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজুর রহমান (বুলু), সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ নাসিমউদ্দিন, সদর হাসপাতালের এনেস্থেসিয়া জুনিয়ার কনসালটেন্ট ডাঃ মোঃ বাবুল মিয়া, জেলা স্যানিটারী ইন্সপেক্টর বজলুর রশিদ খান, চ্যানেল এস টিভি ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি এস.এম আকাশ সহ কোতয়ালী থানা পুলিশ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

বিআলো/শিলি