বাগেরহাটে লেখক সৈয়দ শামসুল হক স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা  

বাগেরহাটে লেখক সৈয়দ শামসুল হক স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা  

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।  জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় শহরের এসি লাহা মিলনায়তনে এই সাংস্কৃত সন্ধ্যা অনুনিষ্ঠিত হয়। 

স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবপ্রসাদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীন হোসেন, অধ্যাপক মোজাফফর হোসেন, সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু , জেলা কালসারাল অফিসার মো. রফিকুল ইসলাম  অধ্যাপক চৌধুরী আব্দুর রব সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, অধ্যাপক কমোল কুমার ঘোস প্রমুখ। এ সাংস্কৃতিক সন্ধ্যায় লেখকের বিভিন্ন কবিতা আবৃত্তি, গান ও লেখকের জীবনী নিয়ে আলোচনা করা হয়।