বান্দরবান জেলা রেডক্রিসেন্ট সোসাইটির নতুন সেক্রেটারি অমল কান্তি দাশ

বান্দরবান জেলা রেডক্রিসেন্ট সোসাইটির নতুন সেক্রেটারি অমল কান্তি দাশ

লুৎফুর রহমান উজ্জ্বল, বান্দরবান : বান্দরবান জেলা রেডক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বাংলাদেশ রেডক্রিসেন্ট বান্দরবান জেলা ইউনিট আয়োজিত বার্ষিক এই সাধারণ সভায় বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী উদ্যোক্তা অমল কান্তি দাশ কে নতুন ইউনিট সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়েছে। 

ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত এ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে স্ব স্ব জেলার জেলা পরিষদ চেয়ারম্যানগণ পদাধিকার বলে বিশ্বের সবচেয়ে বড় আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রিসেন্ট জেলা ইউনিটগুলোর সভাপতি হিসেবে জেলায় দায়িত্ব পালন করে থাকেন। 

বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আ.লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র ইসলাম বেবী, জেলা আ.লীগ সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী, বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির বিগত দুই মেয়াদের সদ্য বিদায়ী সেক্রেটারি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অমল দাশ (কাউন্সিলর)। বার্ষিক এই সাধারণ সভায় তিন বছরের জন্য নতুন ইউনিট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। বান্দরবান জেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম চৌধুরীকে নবগঠিত এই ইউনিটের সহ সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। 

এছাড়া সাবেক ও বর্তমান তিন জেলা ছাত্রলীগ নেতা খলিলুর রহমান সোহাগ, নাজমুল হোসেন ভুঁইয়া, জেলা ছাত্রলীগ সহসভাপতি নাজমুল হোসেন বাবলু কে ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয়। অন্য দুই সদস্য হলেন গ্যাব্রিয়েল ত্রিপুরা, আলী আকতার বনি। 

এ বিষয়ে নবনির্বাচিত ইউনিট সেক্রেটারি ব্যাবসায়ী উদ্যোক্তা অমল কান্তি দাশ বলেন, রেডক্রিসেন্ট হলো মানবতার সেবায় দিনরাত কাজ করে যাওয়ার মতো একটি বিশ্ব সমাদৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এদিকে নবনির্বাচিত ইউনিট সেক্রেটারি অমল কান্তি দাশের নেতৃত্বে নবনির্বাচিত জেলা রেডক্রিসেন্ট ইউনিট নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নবনির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন জানান এবং বান্দরবান জেলা রেডক্রিসেন্ট ইউনিটের নবনির্বাচিত সকলের ইউনিট কার্যক্রমের সাফল্য কামনা করেন।