বেনাপোল সীমান্তে টায়ারের মধ্যে ৪শ ফেন্সিডিল উদ্ধার 

বেনাপোল সীমান্তে টায়ারের মধ্যে ৪শ ফেন্সিডিল উদ্ধার 

আরিফুজ্জামান আরিফ শার্শা প্রতিনিধি: বেনাপোল সীমান্তে অভিনব কায়দায় টায়ারের মধ্যে করে পাচারের সময় পরিত্যক্ত অবস্থায় ৪শ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বেনাপোল পোর্ট থানাধীন ছোটআঁচড়া গ্রামের মন্দির সড়কের পাশ থেকে  সোমবার রাতে এ ফেন্সিডিল জব্দ করা হয়। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, পাচার কারীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলের একটি চালান এনে ছোটআঁচড়া মন্দির সড়কের পাশে টায়ারের ভেতরে করে অভিনব কায়দায় পাচার করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেন্সিডিল ব্যাটালিয়নের পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বিআলো/শিলি