বোর্ডার-গাভাস্কার ট্রফি ভারতকে হুমকি দিয়ে রাখলেন স্মিথ

বোর্ডার-গাভাস্কার ট্রফি ভারতকে হুমকি দিয়ে রাখলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক: ২০১৮-২০১৯ মৌসুমে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছিল ভারত। চার টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অসিদের ২-১এ হারিয়েছিল বিরাট কোহলির দল।

নিষেধাজ্ঞার কারণে ওই সিরিজে ছিলেন না অস্ট্রেলিয়ার দুই সুপারস্টার ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার।

এবারের সফরটা কোহলিদের জন্য মোটেই সহজ হবে না। স্মিথকে থামাতে জাসপ্রিত বুমরাহ-মোহাম্মদ শামিদের শর্ট বলের পরামর্শও দিচ্ছেন অনেকে।

কারণ প্রত্যাবর্তনের পর গত ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ড পেসার নেইল ওয়াগনারের কাছে পরাস্ত হয়েছিলেন স্মিথ। সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক অবশ্য অতিথিদের হঙ্কারই দিয়ে রাখলেন, ‘শর্ট বলের মুখে পড়া আমার জন্য নতুন কিছু নয়।

ওয়াগনার যেভাবে পেরেছে অন্যরা সেটা কখনই পারেনি। ভারতীয় পেসাররা যদি একই কাজ করতে আসে তাহলে আমাদের জন্যই সুবিধা। কারণ ক্রমাগত শর্ট বল করলে বোলারের শরীরের ওপর দিয়ে অনেক ধকল যায়।

অপেক্ষা করুন, দেখুন কি হতে যাচ্ছে।’ বহুল আলোচিত সফরে কোহলির ভারত এরই মধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে। ২৭ নভেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু মাঠের লড়াই। তিন ওয়ানডে ও তিন টি২০ শেষে ১৭ ডিসেম্বর শুরু আলোচিত বোর্ডার-গাভাস্কার ট্রফির চার টেস্টের সিরিজ।

বিআলো/শিলি