বাংলাদেশ ব্যাংক ও আইপিডিসি’র চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ব্যাংক ও আইপিডিসি’র চুক্তি স্বাক্ষর

অর্থনৈতিক ডেস্ক: ‘পোস্ট কোভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট (এসপিসিএসএসইসিপি)’ শীর্ষক একটি বিশেষ পুনঃঅর্থায়ন প্রকল্পের জন্য বাংলাদেশ ব্যাংক ও আইপিডিসি ফাইন্যান্স-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ ব্যাংক-এর প্রধান কার্যালয়ে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

এই চুক্তির অধীনে পল্লী এলাকার উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, দেশে ফেরত আসা প্রবাসী এবং বেকার তরুণদের কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য স্বল্প সুদে ঋণ প্রদান করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের। স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংক-এর প্রজেক্ট ডিরেক্টর ও এক্সিকিউটিভ ডিরেক্টর নূর-উন-নাহার এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের জেনারেল ম্যানেজার মো. জাকের হোসেন; ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর রোজিনা মুস্তাফি; এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর প্রিন্সিপ্যাল ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট ডংডং ঝ্যাং; আইপিডিসি ফাইন্যান্স-এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) রিজওয়ান দাউদ সামসসহ আরও অনেকে।