বিশ্বে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

বিশ্বে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক:বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ২ হাজার ৬৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৫৩ হাজার ৮২ জনে। এছাড়া একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৬ লাখ ৫৭ হাজার ২৩৩ জন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ৪১৫ জনে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ লাখ ৩৬ হাজার ৯৫১ জন মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৬ কোটি ৪৭ লাখ ৮ হাজার ৪৫৭ জন। বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৮৭৬ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৪ কোটি ৪১ লাখ ১ হাজার ৮৭৮ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪১ হাজার ৯৯৮ জন।

আগের দিন বুধবার (২৭ এপ্রিল) বিশ্বব্যাপী করোনায় ২ হাজার ৮০৬ জনের মৃত্যু এবং ৬ লাখ ২৪ হাজার ৫২৮ জন আক্রান্ত হয়েছিলেন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৩ জন এবং মারা গেছেন ২৪৫ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৯৪০ জন এবং মারা গেছেন ১৮৬ জন। দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত হয়েছেন ৭৬ হাজার ৭৬১ জন এবং মারা গেছেন ১৪১ জন। ফ্রান্সে সংক্রমিত হয়েছেন ৬৭ হাজার ৭১১ জন এবং মারা গেছেন ১৫২ জন। যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ৫৭ হাজার ৭৩৮ জন এবং মারা গেছেন ৩১১ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭০০ জন এবং মারা গেছেন ৪৩ জন। জাপানে সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ২৫৮ জন এবং মারা গেছেন ৫৮ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৪৩ জন এবং মারা গেছেন ২২৪ জন। থাইল্যান্ডে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৮৮৭ জন এবং মারা গেছেন ১২৫ জন। কানাডায় সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৬৪৬ জন এবং মারা গেছেন ১০৬ জন।

এছাড়া যুক্তরাজ্যে ৩০৪, রাশিয়ায় ১৬৩, চিলিতে ৮১, চীনে ৪৮, গ্রীসে ৪৬, মেক্সিকোতে ৩৯, ইন্দোনেশিয়ায় ৩৬, হাঙ্গেরিতে ২৯, রোমেনিয়ায় ২৬, আয়ারল্যান্ডে ২৬, অস্ট্রিয়ায় ২৪, নিউজিল্যান্ডে ২২ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


বিআলো/শিলি