বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ এক কোটি ৮১ লাখ

বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ এক কোটি ৮১ লাখ

বাংলাদেশের আলো ডেস্ক : চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট এক কোটি ৮১ লাখ ৯৩ হাজার ৬৩২ জন।

এছাড়া বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৯ লাখ ৭৪১ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ লাখ ৬১ হাজার ২৫১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৬২ লাখ ৫৭ হাজার ৫৭১ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৮৮ হাজার ৯০০ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৩৯ লাখ ৫২ হাজার ৭৯০ জন। মৃত্যু হয়েছে এক লাখ ২২ হাজার ৬৮১ জন।

তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৩৭ লাখ ৬৬ হাজার ১০৮ জন। এর মধ্যে মারা গেছেন ৬৬ হাজার ৪৬০ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১০ লাখ ৪৮ জন। এর মধ্যে মারা গেছেন ১৭ হাজার ২৯৯ জন।

এদিকে দক্ষিণ আফ্রিকাকে টপকে সংক্রমণের তালিকায় ৫ম অবস্থানে চলে আসা পেরুতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৬ লাখ ৫৭ হাজার ১২৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৬৮ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩১৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৮ হাজার ১৭৭ জন।

 

বিআলো/শিলি