বংশালে কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

বংশালে কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশাল এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং “ফাইভ স্টার-ভালগার স্কোয়াড” এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

শুক্রবার ( ১৮ জুন ) র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর বংশাল থানার আলু বাজার হাজী ওসমান গণি রোড এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ স্থানীয় কিশোর গ্যাং “ফাইভ স্টার-ভালগার স্কোয়াড”এর দুইজন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মিলন ওরফে পোটলা মিলন (১৭)  ও  আবু তাওহিদ সাফির (১৭)।

এসময় তাদের কাছ থেকে ২ টি সুইচ গিয়ার চাকু ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‍্যাব ১০ বাংলাদেশের আলোকে জানায়, এই কিশোর অপরাধীরা স্থানীয় কিশোর গ্যাং “ফাইভ স্টার @ ভালগার স্কোয়াড” গ্রুপের সদস্য। বিভিন্ন জনবিরল এমনকি জনসমাগমপূর্ণ স্থানেও তারা একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে। আশেপাশের কেউ কিছু বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপ, সাথে বহন করা দ্রব্যসামগ্রীর ব্যাগ প্রভৃতি ডাকাতি করে দ্রুত পালিয়ে যায়।

গ্রেফতারকৃত কিশোর অপরাধীরা র‍্যাবের কাছে স্বীকার করে যে, ডাকাতি/ছিনতাই ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমি দস্যুদের পক্ষে অপদখলীয় জমিতে গিয়ে পেশীশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে। তারা এলাকায় প্রভাব বিস্তারকল্পে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। এছাড়া তারা নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাং এর সাথে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষেও জড়াতো।  

বিআলো/ইলিয়াস