ভাঙনের ঝুঁকিতে দৌলতদিয়া ফেরী ও লঞ্চ ঘাট 

ভাঙনের ঝুঁকিতে দৌলতদিয়া ফেরী ও লঞ্চ ঘাট 

ফয়সাল মোল্যা, গোয়ালন্দ  (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর ওপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীর পানি প্রতিদিনই বাড়ছে। জেলার তিনটি পয়েন্টেই পানি বৃদ্ধি পেয়ে তা গোয়ালন্দের দৌলতদিয়া গেইজ পয়েন্টের বিপদসীমার দশমিক ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) সকালের পরিমাপকৃত তথ্য অনুযায়ী  গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে বেড়েছে দশমিক ১৪ সেন্টিমিটার। যা গতকালের থেকে দশমিক ৩ সেন্টিমিটার।

পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় চরম ভাঙনের ঝুঁকিতে রয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ্চ ঘাট ৷ এবং গোয়ালন্দের দুটি ইউনিয়নের প্রায় ৩ হাজার পরিবার।

বিআলো/শিলি