মাছ ব্যবসায়ীর দেড় লক্ষাধিক টাকা ও গাড়ি নিয়ে ড্রাইভার উধাও

মাছ ব্যবসায়ীর দেড় লক্ষাধিক টাকা ও গাড়ি নিয়ে ড্রাইভার উধাও

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে এক মাছ ব্যবসায়ীর দেড় লক্ষাধিক টাকা ও গাড়ি নিয়ে ড্রাইভার উধাওয়ের অভিযোগ পাওয়া গেছে। জিডির বিবরণে জানা যায়, গাজীপুর জেলার কাপাসিয়ার বিশিষ্ট মাছ ব্যবসায়ী আলহাজ্ব ইসমাইল হোসেন ৯ জানুয়ারি বুধবার সকালে তার ড্রাইভার খোরশেদ আলমের (৩৫) নিকট নগদ  এক লাখ ৮০ হাজার ৬ শত ১০ টাকা ব্যাংকে জমা দেয়ার জন্য বুঝিয়ে দেন।

যথাসময়ে খোরশেদ ফিরে না এলে তাকে একাধিকবার ফোন করলে ফোন বন্ধ পান ইসমাইল হোসেন। 
ইসমাইল হোসেন বলেন, আমি ড্রাইভারের ফোন বন্ধ পেয়ে হতাশাগ্রস্ত হই। এক পর্যায়ে খোরশেদ আমাকে ফোনে বলে গাড়িটি রাজেন্দ্রপুর হল মার্কেটের পিছনে রাখা আছে এবং চাবি গাড়ির সিটের নিচে।

 আমি থানা পুলিশে সহযোগিতায় গাড়িটি উদ্ধার করি। ড্রাইভার খোরশেদের মোবাইল ফোনটি বন্ধ করে রেখেছে।’ ড্রাইভার খোরশেদ নীলফামারী জেলার সৈয়দপুর থানার ভোনিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।  এব্যাপারে ১০ জানুয়ারি নরসিংদীর মনোহরদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ৫০৫।