মানবিকতার অনন্য নজির স্থাপন করলেন দেবিদ্বার থানার ওসি

মানবিকতার অনন্য নজির স্থাপন করলেন দেবিদ্বার থানার ওসি

সুমন সরদার: কুমিল্লার দেবিদ্বারে অজ্ঞাত নবজাতককে সবজি খেত থেকে উদ্ধার করে তার দায়িত্ব নিয়ে মানবিকতার অনন্য নজির স্থাপন করলেন দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান।

১ সেপ্টম্বর বুধবার দুপুর ২টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষরকোট এলাকার একটি সবজি খেতে নবজাতকটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে শিশুটিকে হাসপাতালে নিয়ে যান ওসি আরিফুর রহমান।

জানা যায়, গত মঙ্গলবার রাতের কোনো এক সময় অজ্ঞাত নবজাতককে কে বা কারা সবজি খেতে ফেলে রেখে চলে যায়। বর্তমানে শিশুটি কুমিল্লা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির চিকিৎসাসেবা নিশ্চিত ও যাবতীয় খরচের দায়িত্ব নেন ওসি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বাংলাদেশের আলোকে জানান, শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখন সে ভালো আছে। শিশুটির সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন তিনি।

বিআলো/ইলিয়াস